বৃহস্পতিবার, ১৮ এপ্রিল ২০২৪, ১২:১৭ অপরাহ্ন

বিশ্ব টেলিভিশন দিবস আজ

বর্তমানকণ্ঠ ডটকম / ৪৬ পাঠক
বৃহস্পতিবার, ১৮ এপ্রিল ২০২৪, ১২:১৭ অপরাহ্ন

বিনোদন ডেস্ক,বর্তমানকণ্ঠ ডটকম,মঙ্গলবার, ২১ নভেম্বর ২০১৭: বিশ্ব টেলিভিশন দিবস আজ। ১৯২৬ সালের এইদিনে বিজ্ঞানী জন লোগি বেয়ার্ড টেলিভিশন আবিষ্কার করেন। ১৯৯৬ সালে জাতিসংঘ কর্তৃক আয়োজিত এক ফোরামে তার প্রতি শ্রদ্ধা রেখে ২১শে নভেম্বরকে বিশ্ব টেলিভিশন দিবস হিসেবে পালনের বিষয়ে সিদ্ধান্ত নেওয়া হয়। প্রযুক্তির উৎকর্ষে ও সময়ের দাবিতে বাংলাদেশেও এখন টেলিভিশন যন্ত্রটি গণমাধ্যম হিসেবে ব্যাপক ভূমিকা পালন করছে। দৈনন্দিন খবরাখবর ও মানুষের জীবনযাত্রার মান উন্নয়নেও টেলিভিশনের গুরুত্ব অপরিসীম। আগে টেলিভিশনই ছিল মানুষের বিনোদনের মূল উৎস।
বর্তমানে তার অনেকটাই কম্পিউটার দখল করে নিলেও টেলিভিশনের গুরুত্ব ঠিকই রয়ে গছে। বিশ্ব টেলিভিশন দিবস উদযাপন করতে জাতীয় প্রেস ক্লাব প্রাঙ্গণে দেশের পেশাজীবী টেলিভিশন প্রযোজকদের সংগঠন ব্রডকাস্ট প্রডিউসার্স অ্যাসোসিয়েশন (বিপিএ) টেলিভিশন সংশ্লিষ্ট সবাইকে নিয়ে আজ সকাল সাড়ে ৯টায় এক র‌্যালির আয়োজন করছে। তথ্যমন্ত্রী হাসানুল হক ইনু র‌্যালিতে উপস্থিত থাকবেন। এছাড়া দেশের বেসরকারি চ্যানেলগুলোর পাশাপাশি বাংলাদেশ টেলিভিশন বিভিন্ন অনুষ্ঠানের আয়োজন করছে। বাংলাদেশ টেলিভিশনের মহাব্যবস্থাপক মাসউদুল হক জানান, টেলিভিশন দিবস উপলক্ষে মোট পাঁচটি বিশেষ নাটক প্রচার হবে বাংলাদেশ টেলিভিশনে। এগুলো হলো জহির রায়হানের ‘হারানো বলয়’ অবলম্বনে রাব্বি আহমেদের চিত্রনাট্যে ‘হারানো অধ্যায়’, রশীদ করিমের উপন্যাস ‘পদতলে রক্ত’ অবলম্বনে মারুফ রায়হানের চিত্রনাট্যে ‘নর্তকী’, মাহমুদুল হকের গল্প ‘প্রতিদিন একটি রুমাল’ অবলম্বনে আলতাফ শাহনেওয়াজের চিত্রনাট্যে ‘একটি রুমাল’, শওকত ওসমানের ‘ক্রীতদাসের হাসি’ উপন্যাস অবলম্বনে পলাশ দত্তের চিত্রনাট্যে ‘গোলামের হাসি’ ও মানিক বন্দ্যোপাধ্যায়ের ছোটগল্প ‘প্রাগৈতিহাসিক’ থেকে একই নামে নির্মিত নাটক। চিত্রনাট্য লিখেছেন ও পরিচালনা করেছেন মাতিয়া বানু শুকু। আজ থেকে শুরু হয়ে একটি করে নাটক প্রচার হবে প্রতিদিন রাত আটটার বাংলা সংবাদের পর।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *