বৃহস্পতিবার, ১৮ এপ্রিল ২০২৪, ০৫:১৫ পূর্বাহ্ন

বেসরকারি ৫ লাখ শিক্ষখ-কর্মচারি মানবেতর জীবন যাপন করছে – জাতীয় শিক্ষক ফোরাম

বর্তমানকণ্ঠ ডটকম / ৫১ পাঠক
বৃহস্পতিবার, ১৮ এপ্রিল ২০২৪, ০৫:১৫ পূর্বাহ্ন

বর্তমানকন্ঠ ডট কম : জাতীয় শিক্ষক ফোরাম এর কেন্দ্রীয় সভাপতি অধ্যাপক মাহবুবুর রহমান এবং সেক্রেটারি জেনারেল মাওলানা এবিএম জাকারিয়া এক যৌথ বিবৃতিতে বলেছেন, বেসরকারি ৫ লাখ শিক্ষক-কর্মচারি মানবেতর জীবন-যাপন করছে। বৈশ্বিক মহামারি করোনার দু:সময়ে প্রতিষ্ঠান প্রদত্ত সুযোগ সুবিধা প্রায় বন্ধ। কারণ প্রতিষ্ঠানের আয়-ইনকামও বন্ধ। এক্ষেত্রে শিক্ষক-কর্মচারিরা অপেক্ষার প্রহর গুণে কখন বেতন-ভাতার সরকারি অংশ ছাড় হবে? আজ ৯ জুলাই বেতন-ভাতা ছাড়ের কোন খবর নেই।

জাতীয় শিক্ষক ফোরাম এমতাবস্থায় গভীর উদ্বেগ ও উৎকন্ঠা প্রকাশ করছে। বাজেটের মাস বলে বিলম্ব হবে এ ঠুনকো অজুহাত না দিয়ে শিক্ষা অধিদপ্তরকে ডিজিটাল হওয়ার আহবান জানাচ্ছি। পাশাপাশি করোনার এই মহাদুর্যোগে ঈদুল আযহার পূর্বেই জুলাই মাসের বেতনও পূর্ণাঙ্গ ঈদ বোনাস দেয়ার জোর দাবি জানাই। একদেশে শিক্ষাক্ষেত্রে দুই নীতি চলতে পারেনা। সরকারি-বেসরকারি এ বৈষম্য দূর করতে হবে। ৯ জুলাই বৃহস্পতিবার এক বিবৃতিতে নেতৃদ্বয় এসব কথা বলেন।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *