বৃহস্পতিবার, ২৫ এপ্রিল ২০২৪, ১২:৩৫ অপরাহ্ন

বড়াইগ্রামে ১১ বছরের মেয়ে সহ ২ জন করোনায় আক্রান্ত, শিক্ষা অফিস লকডাউন

বর্তমানকণ্ঠ ডটকম / ৩০ পাঠক
বৃহস্পতিবার, ২৫ এপ্রিল ২০২৪, ১২:৩৫ অপরাহ্ন

অমর ডি কস্তা, বর্তমানকন্ঠ ডটকম, নাটোর : নাটোরের বড়াইগ্রামে ১১ বছরের মেয়ে সহ ২ জন করোনায় আক্রান্ত হয়েছে। এছাড়া উপজেলা শিক্ষা অফিসের একজন অফিস পিয়ন (এমএলএসএস) করোনায় আক্রান্ত হয়েছে। এই ঘটনায় মঙ্গলবার থেকে বড়াইগ্রাম উপজেলা শিক্ষা অফিস লকডাউন করা হয়েছে।

উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডা. পরিতোষ কুমার রায় জানান, সোমবার রাতে সিভিল সার্জন কার্যালয় থেকে বড়াইগ্রামে দুইজন করোনায় আক্রান্ত খবর নিশ্চিত করা হয়েছে। তাদেরকে আইসোলেশন থেকে যথাযথ চিকিৎসা নেওয়ার পরামর্শ দেওয়া হয়েছে।

ইউএনও আনোয়ার পারভেজ জানান, ইউএনও কার্যালয়ের চতুর্থ তলায় অবস্থিত উপজেলা মাধ্যমিক অফিসারের কার্যালয়ের এমএলএসএস করোনায় আক্রান্ত হয়েছে যার ফলে মাধ্যমিক অফিস লকডাউন করে দেওয়া হয়েছে। এছাড়া বিআরডিবি কর্মকর্তার ১১ বছরের মেয়ে করোনায় আক্রান্ত হয়েছে। ইউএনও অসুস্থ দুই জনের জন্য সকলের কাছে দোয়া চেয়েছেন।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *