শনিবার, ২০ এপ্রিল ২০২৪, ১০:৩৯ পূর্বাহ্ন

মা দিবস কাকে বলে

বর্তমানকণ্ঠ ডটকম / ৬৯ পাঠক
শনিবার, ২০ এপ্রিল ২০২৪, ১০:৩৯ পূর্বাহ্ন

আলম মন্ডল

যখন তুমি কাঁদতে ছিলে আমার জন্মের তরে
প্রসব ব্যথার কান্না ভুললে, আমায় কোলে করে।
তুমি আমায় ভালোবাসো তোমার জীবন ভরে
আমি তোমায় মনে করি, মা দিবসের তরে।।

আমায় যখন দুধ খাওয়াতে তোমার কোলে করে তোমার বুকে লাথি মার তাম, তোমার বুকে চড়ে।
মা দিবসের কথা খানি, আসে কেমন করে?
মায়ের ভালোবাসা রবে সারা বছর ধরে।।

ঘুম পাড়িয়ে দিতে আমায় তোমার মায়ার সুরে
সুখের মাঝে ঘুম পারতাম, কি যেন কি করে?
অসুখ নিয়ে শুয়ে আছি, আমি মাগো ঘরে।
তুমি মাগো নামাজ পড়ে দোয়া করো, আল্লাহর পাক দরবারে।।
আজও কেন হাজার মায়ে কান্দে রাস্তার মোড়ে
আমরা কেন দেখতে পাই না সেই মায়েদের তরে।

তোমার দুটি পাখানি মা, আমার স্বর্গ হতে পারে, সেবা-যত্ন করার মত তৌফিক দিও মোরে।।

মাগো তুমি কেমন আছো? আমায় ফেলে দূরে
তোমায় ছেড়ে কেমনে থাকি, একা আমি ঘরে।
ঘুম পাড়াতে কেউ আসেনা এই দুনিয়ার তরে
একা একা পড়ে থাকি কেউ দেখেনা মরে।।।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *