1. azadkalam884@gmail.com : A K Azad : A K Azad
  2. bartamankantho@gmail.com : বর্তমানকণ্ঠ ডটকম : বর্তমানকণ্ঠ ডটকম
  3. cmisagor@gmail.com : বর্তমানকণ্ঠ ডটকম : বর্তমানকণ্ঠ ডটকম
  4. hasantamim2020@gmail.com : হাসান তামিম : হাসান তামিম
বৃহস্পতিবার, ২৮ জানুয়ারী ২০২১, ০২:৪৫ অপরাহ্ন
ব্রেকিং নিউজ
বড়াইগ্রামে তীব্র শীতে ভাঙ্গা ঘরে জড়োসড়ো বিধবার জীবন! নবাব স্যার সলিমুল্লাহ : একটি জীবন-একটি ইতিহাস চেরাগের ঘষাতে নয়, যাচাইয়ের ভিত্তিতে নৌকার টিকিট চায় ভোটাররা ‘সলঙ্গা বিদ্রোহ’ রহস্যজনকভাবে চাপা পড়ে আছে ফরিদগঞ্জে ঢাকাস্থ চাঁদপুর সমিতির শীতবস্ত্র বিতরণ চাঁদপুর শিশু কল্যাণ ট্রাস্ট প্রাথমিক বিদ্যালয়ের শিক্ষার্থীদের মাঝে মাক্স ও শীতবস্ত্র বিতরণ ১৩ নং ওয়ার্ডের উন্নয়নে অঙ্গীকারবদ্ধ কাউন্সিলর ইসমাইল সাত হাজার আটকে পড়া প্রবাসী কাতারে ফিরেছেন পরীক্ষা শেষে প্রথম চালানের টিকা প্রয়োগের অনুমতি চাঁদপুর আইনজীবী সমিতির নির্বাচনে সভাপতি সম্পাদকসহ ১০ পদে আ’লীগ সমর্থিত প্রার্থীর বিজয়
যুবদলের চাঁদপুর জেলার ১৫টি ইউনিটের নতুন কমিটি অনুমোদন

রুহুল আমিন খাঁন স্বপন, ফরিদগঞ্জ, চাঁদপুর।
  • প্রকাশিত : সোমবার, ৪ জানুয়ারি, ২০২১

চাঁদপুর জেলা যুবদলের ১৫টি ইউনিট কমিটি অনুমোদন হয়েছে। যুবদল কেন্দ্রীয় কমিটির সভাপতি সাইফুল আলম নিরব, সাধারণ সম্পাদক সুলতান সালাউদ্দিন টুকু, কুমিল্লা বিভাগীয় কেন্দ্রীয় সাংগঠনিক টিমের প্রধান ও যুবদল সহ-সভাপতি জাকির হোসেন সিদ্দিকী, চাঁদপর জেলা যুবদলের ভারপ্রাপ্ত সভাপতি মানিকুর রহমান মানিক ও সাধারণ সম্পাদক অ্যাডঃ নুরুল আমিন খান আকাশের উপস্থিতিতে শুক্রবার(১ জানুয়ারী) কেন্দ্রীয় দপ্তর সম্পাদক কামরুজ্জামান দুলাল স্বাক্ষরিত এ কমিটি অনুমোদন দেয়া হয়।

কমিটি সমূহ: চাঁদপুর সদর উপজেলা যুবদলের আহ্বায়ক এইচএস সোরওয়ার্দী সরোওয়ার গাজী ও সিনিয়র যুগ্ম আহ্বায়ক নজরুল ইসলাম নজু। চাঁদপুর পৌর শাখার আহ্বায়ক শাহজাহান কবির খোকা ও সিনিয়র যুগ্ম আহ্বায়ক আঃ রাজ্জাক হাওলাদার।

ফরিদগঞ্জ উপজেলা যুবদল আহ্বায়ক মোঃ মহসিন মোল্লা ও সিনিয়র যুগ্ম আহ্বায়ক জাহাঙ্গীর আলম নান্টু। ফরিদগঞ্জ পৌর শাখার আহ্বায়ক ইমাম হোসেন ও সদস্য সচিব আমিন গাজী।

মতলব উত্তর উপজেলা যুবদলের আহ্বায়ক খায়রুল হাসান বেনু ও সিনিয়র যুগ্ম আহ্বায়ক রাশেদ জামান। ছেঙ্গারচর পৌর শাখার আহ্বায়ক উজ্জ্বল ফরাজী ও সিনিয়র যুগ্ম আহ্বায়ক আশরাফুল আলম সরকার।

মতলব দক্ষিণ উপজেলা যুবদলের আহ্বায়ক মোঃ মুজাহিদুল ইসলাম কিরণ ও সিনিয়র যুগ্ম আহ্বায়ক জহুরুল হক। মতলব পৌর শাখার আহ্বায়ক মজিবুর রহমান সরকার ও সিনিয়র যুগ্ম আহ্বায়ক কামাল উদ্দিন বিপ্লব।

কচুয়া উপজেলা যুবদলের আহ্বায়ক মহিউদ্দিন মজুমদার, সিনিয়র যুগ্ম আহ্বায়ক মিজানুর রহমান স্বপন ও সদস্য সচিব অ্যাডঃ মাসুম প্রধানিয়া। কচুয়া পৌর শাখার আহ্বায়ক মিজানুর রহমান সেলিম ও সদস্য সচিব বিল্লাল মিয়া।

হাজীগঞ্জ উপজেলা যুবদলের আহ্বায়ক আক্তার হোসেন দুলাল, সিনিয়র যুগ্ম আহ্বায়ক হুমায়ুন কবীর সুমন ও সদস্য সচিব কাজী মোঃ জসিম। হাজীগঞ্জ পৌর শাখার আহ্বায়ক মিজানুর রহমান সেলিম ও সদস্য সচিব বিল্লাল হোসেন পাটোয়ারী।

শাহরাস্তি উপজেলা যুবদলের আহ্বায়ক মোঃ আলী আজগর মিয়াজী, সিনিয়র যুগ্ম আহ্বায়ক অ্যাডঃ সাহেদুল হক মজুমদার সোহেল ও সদস্য সচিব এহতেশামুল গনি।শাহরাস্তি পৌর শাখার আহ্বায়ক জাকির হোসেন নয়ন, সিনিয়র যুগ্ম আহ্বায়ক মাহবুব হাসান বকুল ও সদস্য সচিব আঃ কাইয়ুম রিপন।

হাইমচর উপজেলা যুবদলের আহ্বায়ক জহিরুল ইসলাম ও সিনিয়র যুগ্ম আহ্বায়ক এ মান্নান আকন্দ।
এসব কমিটিকে আগামী এক মাসের মধ্যে অধঃস্তন সমূহের কমিটি করে সম্মেলনের মাধ্যমে স্ব স্ব ইউনিটের কমিটি পুনর্গঠন এর নির্দেশ দেয়া হয়েছে।

এই পাতার আরো খবর

প্রধান সম্পাদক:
মফিজুল ইসলাম সাগর
Bartaman Kantho © All rights reserved 2020 | Developed By
Theme Customized BY WooHostBD