শুক্রবার, ১৯ এপ্রিল ২০২৪, ০৮:২৯ অপরাহ্ন

অমর ২১ উপলক্ষে সৌদি আরবের আল খারিজে আলোচনা সভা

বর্তমানকণ্ঠ ডটকম / ৩৮ পাঠক
শুক্রবার, ১৯ এপ্রিল ২০২৪, ০৮:২৯ অপরাহ্ন

নিজস্ব প্রতিনিধি, বর্তমানকন্ঠ ডটকম, সৌদি আরব :  মহান আর্ন্তজাতিক মাতৃভাষা দিবস ও অমর ২১ উপলক্ষে সৌদি আরবের আল খারিজ আওয়ামী লীগের উদ্যোগে আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে । ২১ ফেব্রুয়ারি বৃহস্পতিবার রাতে স্হানীয় একটি কমিউনিটি সেন্টারে আয়োজিত সভায় প্রধান অতিথি ছিলেন, বাংলাদেশ দূতাবাসের মিশন উপ-প্রধান ডক্টর মোহাম্মদ নজরুল ইসলাম । সভাপতিত্ব করেন, সংগঠনের সভাপতি সাঈদ আলম শুভ ।

আল খারিজ আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ইমাম হোসেন সেলিম ও সাংগঠনিক সম্পাদক আহসান মিয়াজীর সঞ্চালনায় এতে প্রধান বক্তা ছিলেন ফ্রেন্ডস অব বাংলাদেশ (রিয়াদ আওয়ামী লীগ) এর ভারপ্রাপ্ত সভাপতি বিজ্ঞানী ড. রেজাউল করিম মিলন। বিশেষ অতিথি ছিলেন, আল খারিজ আওয়ামী পরিবারের প্রধান উপদেষ্টা মোসলেহ উদ্দিন মুন্না ।

প্রবাসীদের দাবীর প্রেক্ষিতে প্রধান অতিথির বক্তব্যে ড. নজরুল ইসলাম বলেন, সাধারণ ক্ষমার সুযোগ বিষয়ে দূতাবাস কাজ করছে। ইতিমধ্যে সৌদি পররাষ্ট্র মন্ত্রণালয়ের সাথে কয়েক দফা বৈঠক হয়েছে। বিষয়টি আমাদের নজরে রয়েছে । সাধারণ ক্ষমার সুযোগ আসলে অবৈধ প্রবাসীরা আউট পাশের মাধ্যমে নিজ দেশে ফেরত যেতে পারবেন বিনা জেল জরিমানায় । সাধারণ ক্ষমার সময় শুধুমাত্র যারা দেশে ফেরত যেতে ইচ্ছুক তারাই আবেদন করবেন । কারন, বিগত সাধারণ ক্ষমার সময় ৭০ হাজার প্রবাসী আউট পাশ সংগ্রহ করে দেশে ফেরত যাননি । এতে করে সৌদি প্রশাসনের কাছে আমাদের ভাবমূর্তি নষ্ট হয়েছে । ভারত, পাকিস্তানের ন্যায় ভিজিট ভিসা ফি হ্রাসের বিষয়টিও পররাষ্ট্র মন্ত্রণালয়ের সংশ্লিষ্ট কর্তাব্যাক্তিদের সাথে আলোচনা হয়েছে । তিনি আরও বলেন, প্রবাসীদের জন্য ওয়েজ আর্নাস কল্যাণ কার্ডের ফি ৫০ রিয়ালে নামিয়ে আনা যুক্তি সংঙ্গত । বাংলাদেশ সরকারের প্রবাসী কল্যাণ মন্ত্রণালয়কে বিষয়টি অবহিত করা হবে ।

অতিথি ছিলেন, বঙ্গবন্ধু ফাউন্ডেশন রিয়াদ প্রাদেশিক কমিটির উপদেষ্ঠা কৃষিবিদ শামীম আবেদিন, বঙ্গবন্ধু ফাউন্ডেশন রিয়াদ মহানগর সভাপতি এটিএম জিয়া উদ্দিন, ফ্রেন্ডস অব বাংলাদেশ রিয়াদের সহ সভাপতি সাহিদুল হক সাইদ, শহীদ উল্লাহ ভুঁইয়া, ড. মনোজ কুমার দত্ত, যুগ্ম সাধারণ সম্পাদক আবুল বশির, রিয়াদ মহানগর যুবলীগের সভাপতি শওকত ওসমান, সৈয়দ টিপু সুলতান, রিয়াদ জেলা স্বেচ্ছাসেবক লীগের সভাপতি আবুল হাসনাত সুমন পাটোয়ারি, সাধারণ সম্পাদক রফিকুল হায়দার ভুঁইয়া, ফ্রেন্ডস অব বাংলাদেশ রিয়াদ শাখার আইন বিষয়ক সম্পাদক কাজী নাজিবুল মোবারক, রিয়াদ যুবলীগের সহ সভাপতি নন্দলাল সরকার, আরকান শরীফ, সাধারণ সম্পাদক শহীদ মাতবর, আল খারিজ যুবলীগের সভাপতি সালাহ উদ্দিন মিন্টু, সাধারণ সম্পাদক বাছির মিয়া বেপারি, যুগ্ম সাধারণ সম্পাদক মুরাদ রেজা, যুগ্ম সাংগঠনিক সম্পাদক হিমেল আহমেদ, আল খারিজ স্বেচ্ছাসেবক লীগের সাংগঠনিক সম্পাদক আহমেদ জসিম, আল খারিজ মুক্তিযুদ্ধ প্রজন্ম লীগের সাংঠনিক সম্পাদক আব্দুল হালিম, উপদেষ্ঠা ইলিয়াস খান, যুবলীগের যুগ্ম সাধারণ সম্পাদক একরামুল হক পলাশ, সেচ্ছাসেবক লীগ সহ সভাপতি ইসমাইল হোসেন রাসেল, প্রচার সম্পাদক নুর সাফা, খালেদিয়া আওয়ামী লীগের সভাপতি আনোয়ার হোসেন, সাধারণ সম্পাদক মোশারফ হোসেন, উপদেষ্ঠা আবুল হোসেন, আশরাফ খান প্রমুখ ।

বক্তব্য রাখেন, আল খারিজ আওয়ামী লীগের সহসভাপতি সিরাজুল ইসলাম, স্বেচ্ছাসেবক লীগের সভাপতি জুলফিকার আলী, যুবলীগের সাংগঠিক সম্পাদক সিহাব মাহমুদ আতিক, সাধারণ সম্পাদক বাছির বেপারী, মুক্তিযুদ্ধ প্রজন্ম লীগ সভাপতি হাজী আব্দুর রব, সহ সভাপতি জাহাঙ্গীর আলম, যুবলীগের প্রচার সম্পাদক খোরশেদ আলম, খালেদিয়া শাখা যুবলীগের আব্দুল বারেক।

অন্যান্যের মাঝে উপস্থিত ছিলেন, আওয়ামী লীগ নেতা আনিস বারী, বেলাল হোসেন, আকবর হোসেন সোহাগ, তনু, শামীম, ইমরান হোসেন, বিল্লাল হোসেন, শরিফুল ইসলাম, সামসুল আলম, সিরাজুল ইসলাম, সোহেল রানা, এমরান রানা সহ আরও অনেকে।

সভায় ভাষা শহিদ ও চকবাজার ট্রাজেডিতে নিহতদের আত্মার শান্তি কামনা করে দোয়া ও মোনাজাত পরিচালনা করেন, হাফেজ মোহাম্মদ ইয়াছিন ।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *