বৃহস্পতিবার, ২৫ এপ্রিল ২০২৪, ০৬:১৩ অপরাহ্ন

আমেরিকায় করোনায় মৃত্যু হল চাঁদপুরের জিয়াউল আহছানের

বর্তমানকণ্ঠ ডটকম / ৪২ পাঠক
বৃহস্পতিবার, ২৫ এপ্রিল ২০২৪, ০৬:১৩ অপরাহ্ন

এ কে আজাদ, ব্যুরো প্রধান, বর্তমানকন্ঠ ডটকম, চাঁদপুর : করোনা ভাইরাসে আক্রান্ত হয়ে আমেরিকায় চাঁদপুরের আরো ১জনের মৃত্যু হয়েছে। তার নাম মোঃ জিয়াউল আহছান (জিয়া)। বয়স প্রায় ৫০ বছর।

চাঁদপুর গনি মডেল হাই স্কুল এর এসএসসি-‘৮৫ ব্যাচের এই কৃতি ছাত্র নিউইয়র্ক সিটি পুলিশের সার্জেন্ট হিসেবে কর্মরত ছিলেন। সেখানে পুলিশে কর্মরত অবস্থায় করোনায় আক্রান্ত হন তিনি। ২ এপ্রিল থেকে টানা ২৫ দিন করোনার সাথে যুদ্ধ করে ২৬ এপ্রিল রোববার স্থানীয় সময় সকাল সাড়ে ১০টায় নিউইয়র্কের একটি হাসপাতালে মারা যান তিনি।

চাঁদপুর শহরের হাজী মহসিন রোডে তাদের বাসা। বাসার নাম বাগ-এ-আহছান। তার বাবা ভাষা সৈনিক মরহুম অ্যাডভোকেট এ.এফ.এম ফজলুল হক। তিনি তার বাবা-মায়ের ৫ম সন্তান ছিলেন। তারা ৬ ভাই ও ৫ বোন।

জিয়াউল আহছান চাঁদপুরের গনি মডেল হাই স্কুল থেকে ১৯৮৫ সালে এসএসসি পাশ করেন। ১৯৮৭ সালে চাদপুর সরকারি কলেজ থেকে এইচএসসি পাশ করেন। ঢাকা বিশ্ববিদ্যালয় থেকে ইংরেজি বিষয়ে অনার্সসহ মাস্টার্স ডিগ্রী অর্জন করেন ১৯৯২ সালে। এর পরপরই ঢাকার সাভারে বিকেএসপিতে অধ্যাপনায় যোগ দেন।

তিনি ১৯৯৭ সালে ডিভি লটারী পেয়ে স্বপরিবারে আমেরিকা পাড়ি দেন। আমেরিকাতে যাওয়ার পরপরই তিনি সরকারি চাকুরিতে (পুলিশে) যোগ দেন। প্রথমে লসঅ্যাঞ্জেলসে পোস্টিং হলেও ২ বছর পর নিউওয়ার্কে পোস্টিং হয়।

তার এক ছেলে এক মেয়ে। বড় ছেলে ইন্টারে পড়ে এবং মেয়ে প্রাইমারি এডুকেশনে। ছেলে ও মেয়ে আমেরিকাতেই জন্মসূত্রে সিটিজেন। তার পারিবারিক ও বন্ধুমহল সূত্রে এসব তথ্য জানা গেছে। পরিবারের পক্ষ থেকে তার ছোট ভাই সুফিয়ান আহসান মরহুমের রুহের মাগফিরাত কামনায় সবার কাছে দোয়া চেয়েছেন।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *