বৃহস্পতিবার, ২৫ এপ্রিল ২০২৪, ০৮:০১ অপরাহ্ন

ইরান বিক্ষোভ: এ পর্যন্ত নিহত ২২

বর্তমানকণ্ঠ ডটকম / ৪৩ পাঠক
বৃহস্পতিবার, ২৫ এপ্রিল ২০২৪, ০৮:০১ অপরাহ্ন

আন্তর্জাতিক ডেস্ক,বর্তমানকণ্ঠ ডটকম,মঙ্গলবার,০২ জানুয়ারী, ২০১৮ : ইরানে ষষ্ঠ দিনের মতো চলছে সরকারবিরোধী বিক্ষোভ। সর্বশেষ গত রাতে নিহত হয়েছে আরো নয় বিক্ষোভকারী। এ নিয়ে নিহতের সংখ্যা ২২ জনে দাঁড়ালো বলে জানিয়েছে বিবিসি।

তবে আল জাজিরার প্রতিবেদনে ওই সংখ্যা ২০ জন ও ব্রিটিশ গণমাধ্যম দ্য গার্ডিয়ানে ২১ বলা হয়েছে।

গত বৃহস্পতিবার ইরানজুড়ে বিক্ষোভ ছড়িয়ে পড়ার পর এই প্রথম বিক্ষোভকারী ও নিরাপত্তা বাহিনীর সংঘর্ষ নিয়ে কথা বলেছেন দেশটির সর্বোচ্চ ধর্মীয় নেতা আয়াতুল্লাহ আলি খামেনি। শত্রুরা এই সংঘর্ষ ছড়িয়ে দিচ্ছে বলে মন্তব্য করেছেন তিনি।

ইরানের রাষ্ট্রীয় গণমাধ্যমের প্রতিবেদনে বলা হয়েছে, মধ্য-ইরানে সহিংসতায় এক শিশুসহ নয়জন নিহত হয়েছে।

২০০৯ সালে গ্রিন মুভমেন্টের পর বর্তমানে ইরানে সবচেয়ে বড় বিক্ষোভ চলছে। চলমান এই আন্দোলন প্রথম শুরু হয় দেশটির মাশাদ শহরে। দ্রব্যমূল্যের উর্ধ্বগতি ও দুর্নীতির বিরুদ্ধেই বিক্ষোভ জমে উঠেছে।

বিক্ষোভ ঠেকাতে সম্প্রতি তেহরানে গ্রেফতার করা হয়েছে ৪৫০ জনকে।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *