শুক্রবার, ১৯ এপ্রিল ২০২৪, ১০:৪৯ পূর্বাহ্ন

এবার কালীগঞ্জের চটপটি বিক্রেতা সুভাষের উদ্যোগে ১৫০ পরিবারে খাদ্য সামগ্রী বিতরণ

বর্তমানকণ্ঠ ডটকম / ৩৩ পাঠক
শুক্রবার, ১৯ এপ্রিল ২০২৪, ১০:৪৯ পূর্বাহ্ন

স্টাফ রিপোর্টার, বর্তমানকন্ঠ ডটকম, ঝিনাইদহ : মানবতার মহৎ পরিচয় দিলেন ফুটপথের চটপটিওয়ালা সুভাষ অধিকারী। ঝিনাইদহ কালীগঞ্জ বাসষ্ট্যান্ডে ফুটপথে বসা অধিকারী চটপটি করোনা ভাইরাসের কারণে হতদরিদ্র অসহায়দের মাঝে ১৫০ প্যাকেট খাদ্য সামগ্রী বিতরণ করেন। সুভাষ অধিকারী জানায় দীর্ঘ ২০ বছর ধরে ফুটপাতের চটপটি বিক্রয় করে ৫০ হাজার টাকা সঞ্চয়ের মাধ্যমে করোনাভাইরাসের কারণে যারা অসহায় আছেন তাদের জন্য চাউল-৪ কেজি, ডাল-৫০০ গ্রাম, লবন-৫০০ গ্রাম, আলু-১ কেজি, কুমড়া-৪ কেজি খাদ্য সামগ্রীর প্যাকেট বিতরণ করেন।

২ মাস ধরে দোকান বন্ধ থাকার পরেও বৃহস্পতিবার সকালে কালীগঞ্জ পৌরসভা আড়পাড়া প্রামানিক পাড়া নিজ বাড়ীর সামনে সামাজিক দূরত্ব বজায় রেখে খাদ্য সামগ্রী বিতরন করেন।

অনুষ্ঠানে উপস্থিত ছিলেন ঝিনাইদহ-৪ আসনের জাতীয় সংসদ সদস্য আনোয়ারুল আজীম আনার, উপজেলার ভাইস চেয়ারম্যান শিবলী নোমানী, কালীগঞ্জ পূজা উদযাপন পরিষদের সাধারণ সম্পাদক প্রশান্ত খাঁ, সহ-সাধারণ সম্পাদক মদন বিশ্বাস।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *