শনিবার, ২০ এপ্রিল ২০২৪, ০১:৩২ পূর্বাহ্ন

করোনাকালে চাঁদপুরে ২২ পুলিশ সদস্য আক্রান্ত ॥ সুস্থ হয়ে ফিরেছেন ১২

বর্তমানকণ্ঠ ডটকম / ৩১ পাঠক
শনিবার, ২০ এপ্রিল ২০২৪, ০১:৩২ পূর্বাহ্ন

এ কে আজাদ, ব্যুরো প্রধান, বর্তমানকন্ঠ ডটকম, চাঁদপুর : সাধারণ মানুষের পাশাপাশি করোনা ভাইরাসের বিরুদ্ধে লড়াই করা সামনের সারির যোদ্ধা চিকিৎসক, নার্স, পুলিশ, সশস্ত্র বাহিনী এবং র‌্যাপিড অ্যাকশন ব্যাটালিয়ন (র‌্যাব) সদস্যসহ সম্মুখসারির করোনাভাইরাস যোদ্ধারা একেরপর এক আক্রান্ত হয়ে চলেছেন।

দায়িত্ব পালন করতে গিয়ে একের পর এক আক্রান্ত হচ্ছেন চাঁদপুরের সামনের সারির যোদ্ধা পুলিশ সদস্যরা। সংকট যখন বেড়েই চলেছে তখন বিশেষজ্ঞদের মতে শারীরিক সুরক্ষার পাশাপাশি বাহিনীর মনোবল ধরে রাখতে এখনই নিতে হবে সর্বোচ্চ ব্যবস্থা। করোনাকালে সাধারন মানুষের সুরক্ষা দিতে গিয়ে চাঁদপুরে মরনব্যাধি করোনা ভাইরাসে আক্রান্ত হয়েছেন মোট ২২জন পুলিশ বাহিনীর সামনের সারির যোদ্ধা। এর মধ্যে ১জন ওসি, ৯জন এসআই, ১জন এএসআই ও বাকীরা সব কনস্ট্রেবল।

মোট আক্রান্ত-২২ জনের মধ্যে চাঁদপুর সদরে আটজন, হাইমচর থানা চারজন, কচুয়া থানা দুইজন, সদর ট্রাফিক পুলিশের একজন, চাঁদপুর পুলিশ লাইন্সএ চারজন, শাহরাস্তি থানায় দুইজন, চাঁদপুর জেলা পুলিশ হতে নৌ পুলিশের প্রেরণে কর্মরত একজন। এরমধ্যে করোনার সাথে যুদ্ধোকরে সুস্থ হয়ে কাজে ফিরেছেন ১২পুলিশ সদস্য এছারা বর্তমানে আইসোলেশনে রয়েছেন পুলিশের বাকী-১০সদস্য। আশা করছেন আল্লাহর রহমতে সঠিক চিকিৎসা শেষে সকলেই দ্রুত সুস্থ্য হয়ে আবারো মানুষের কল্যাণে কাজ করতে মাঠে নামবেন।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *