বুধবার, ২৪ এপ্রিল ২০২৪, ০২:০৭ পূর্বাহ্ন

করোনার মহাদুর্যোগে জেদ্দায় অসহায় প্রবাসীদের সহায়তায় বৃহত্তর চট্টগ্রাম সমিতি

বর্তমানকণ্ঠ ডটকম / ৪৩ পাঠক
বুধবার, ২৪ এপ্রিল ২০২৪, ০২:০৭ পূর্বাহ্ন

এলিনা হক, বর্তমানকন্ঠ ডটকম, জেদ্দা, সৌদি আরব : চলমান করোনা ভাইরাস কোভিড ১৯ এর চলমাম মহামাররীর সময় আর্তমানবতার সেবায় অসহায় প্রবাসীদের পাশে নিত্য পয়োজনীয় খাদ্য সহায়তা নিয়ে এগিয়ে এসেছে সৌদি আরবের জেদ্দাস্থ বৃহত্তর চট্টগ্রাম সমিতি। সপ্তাহকাল জেদ্দার বিভিন্ন প্রান্ত ঘুরে কয়েকশত পরিবারকে তারা এ সহায়তা প্রদান করে।

এ কাজে নেত্রীত্বদানকারী সমিতির সভাপতি ইঞ্জিনিয়ার লিয়াকত আলী ও সাধারণ সম্পাদক আমানে আলম বলেন, আমরা আমাদের দায়িত্ববোধ থেকেই এ কাজটি করছি। আমরা আশা করবো অন্যরাও এভাবে এগিয়ে আসবে। সমিতির প্রধান উপদেষ্টা বিশিষ্ট ব্যবসায়ী ও সমাজ সেবক আলহাজ মোহাম্মদ আইয়ুব এর পৃষ্টপোষকতায় ব্যক্তিগত পরিবহনে কয়েকশত মাইল ঘুরে প্রবাসীদের ঘরে ঘরে নিত্যপ্রয়োজনীয় খাদ্য সামগ্রী পৌছে দিতে অংশ নেন সংগঠনের সদস্যরা। এ কাজে আরো পৃষ্ঠপোষকতা করেন সমিতির উপদেষ্টা ও কার্যনির্বাহী কমিটির সদস্যবৃন্দ।

বিশেষ করে সমিতির কার্য নির্বাহী সদস্য মোহাম্মদ রফিক খান, মোহাম্মদ নাঈম উদ্দিন, ইসমাইল হোসেন ও বেলাল উদ্দিন।

প্রধান পৃষ্ঠপোষক আলহাজ মোহাম্মদ আইযুব বলেন, প্রকৃতই পক্ষেই জেদ্দার প্রত্যন্ত এলাকায় প্রবাসীরা নিদারুন কষ্টের মধ্যে দিনাতিপাত করছেন। আমরা চেষ্টা করছি তাদের কাছে পৌছাতে। তিনি দুর্যোগের এ সময় বিভিন্ন সামাজিক সংগঠনকে আর্তমানবতার সেবায় এগিয়ে আসার আহ্বান জানিয়ে তিনি বলেন তাদের এ সহায়তা কার্যক্রম অব্যাহত থাকবে।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *