শুক্রবার, ১৯ এপ্রিল ২০২৪, ১১:৫১ পূর্বাহ্ন

করোনা : চাঁদপুরে এক দিনে সর্বোচ্চ ৭৩ নমুনা সংগ্রহ

বর্তমানকণ্ঠ ডটকম / ৩৯ পাঠক
শুক্রবার, ১৯ এপ্রিল ২০২৪, ১১:৫১ পূর্বাহ্ন

এ কে আজাদ, ব্যুরো প্রধান, বর্তমানকন্ঠ ডটকম, চাঁদপুর: চাঁদপুরে করোনার সংক্রমণ ও নমুনা সংগ্রহ শুরুর পর এ যাবৎ কালের সর্বোচ্চ সংখ্যক নমুনা সংগ্রহ ও প্রেরণের ঘটনা ঘটেছে বৃহস্পতিবার। এ দিন চাঁদপুর থেকে ৭৩টি নমুনা প্রেরণ করা হয়েছে করোনা টেস্টের জন্য।

চাঁদপুর থেকে বিশেষ ব্যবস্থায় এসব নমুনা ঢাকায় পাঠানো হয়েছে। ৭৩টি নমুনার মধ্যে প্রায় ৬০টি হাজীগঞ্জের। এর কারন হিসেবে বলা যায় গতকাল হাজিগঞ্জ উপজেলা নির্বাহী কর্মকর্তা করোনায় আক্রান্ত হওয়ার ফলে। তার কার্যালয়ের অনেক কর্মকর্তা কর্মচারীসহ নির্বাহী কর্মকর্তার সাথে করোনা নিয়ে মাঠ পর্যায়ে যারা কাজ করেছেন আইন শৃঙ্খলাবাহিনীর সদস্যসহ সন্দেহভাজন সকলেরই নমুনা সংগ্রহ করা হয়েছে। চাঁদপুর সিভিল সার্জন অফিস সূত্রে এসব তথ্য জানা গেছে।

সর্বোচ্চ সংখ্যক নমুনা প্রেরণের দিনে চাঁদপুরে একটি মাত্র করোনা টেস্টের রিপোর্ট এসেছে। সেটি করোনা নেগেটিভ। যার নমুনার রিপোর্ট এসেছে তার বাড়ি ফরিদগঞ্জে।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *