শনিবার, ২০ এপ্রিল ২০২৪, ১০:২৩ পূর্বাহ্ন

কালীগঞ্জে লিচু বাগানে নলকূপ বসাতে গিয়ে বের হচ্ছে গ্যাস

বর্তমানকণ্ঠ ডটকম / ৩৯ পাঠক
শনিবার, ২০ এপ্রিল ২০২৪, ১০:২৩ পূর্বাহ্ন

স্টাফ রিপোর্টার, বর্তমানকন্ঠ ডটকম, ঝিনাইদহ : ঝিনাইদহ কালীগঞ্জ পৌর এলাকার খয়েরতলা গ্রামের লিচু বাগানে নলকূপ বসাতে গিয়ে নলকূপের গর্ত থেকে অবিরাম গ্যাস বের হচ্ছে। প্রায় ৪ দিন ধরে এ গ্যাস বের হচ্ছে। এলাকার অনেক উৎসুক মানুষ গ্যাস বের হওয়া দেখতে যাচ্ছে। নলকুপ বসানোর সময় গ্যাসে আগুন ধরিয়ে দিলে তা অদ্যাবধি পর্যন্ত জ্বলছে। অনেক চেষ্টা করে ও তা নিভানো যাচ্ছে না। আবার প্রশাসনিক ভাবে কেউ সেখানে পরিদর্শনে যাননি।

ফরিদ উদ্দিন জানান, তার লিচু বাগানের জমিতে নিজের তত্ত্বাবধানে একটি টিউবওয়েল বসানোর কাজ চলছিল। প্রায় ২০০ ফুট বোরিং করার পর পানির স্তর পাওয়া যায়। এরপর ফিল্টার পাইপ লাগানোর জন্য পাইপ ওপরের দিকে তোলার সময় হঠাৎ করে বিকট শব্দে গ্যাস উঠতে থাকে। কিন্তু ৪ দিন অতিবাহিত হলে ও সরকারি কোন কর্মকর্তা সেখানে যায়নি। সরকারি নিয়ম রয়েছে এ ধরনের গ্যাস উদগীরণের খবর পেলে সরকারি বিভিন্ন সংস্থা ঘটনাস্থল পরিদর্শন করেন সঠিক পরামর্শ দিয়ে থাকেন। এদিকে গ্যাস নির্গমনের দৃশ্য দেখতে লিচু বাগানের আশপাশে ভিড় জমায় উৎসুক নারী-পুরুষ।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *