শুক্রবার, ১৯ এপ্রিল ২০২৪, ০৫:৩১ পূর্বাহ্ন

ক্ষমা না চাইলে জাবিতে অবাঞ্ছিত হবেন মতিয়া চৌধুরি

বর্তমানকণ্ঠ ডটকম / ৬৯ পাঠক
শুক্রবার, ১৯ এপ্রিল ২০২৪, ০৫:৩১ পূর্বাহ্ন

নিউজ ডেস্ক,বর্তমানকণ্ঠ ডটকম,মঙ্গলবার,১০ এপ্রিল ২০১৮: কোটা সংস্কার আন্দোলনে অংশগ্রহণকারী শিক্ষাক্ষার্থীদের উদ্দেশ্য করে কৃষিমন্ত্রী মতিয়া চৌধুরির জাতীয় সংসদে দেয়া বক্তব্য তিন দিনের মধ্যে প্রত্যাহার না করলে জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ে তাকে অবাঞ্ছিত ঘোষণা করা হবে।

মঙ্গলবার কোটা সংস্কার আন্দোলনের ধারাবাহিক কর্মসূচী অনুযায়ী বিশ্ববিদ্যালয়ের কেন্দ্রীয় লাইব্রেরির সামনে এক বিক্ষোভ সমাবেশে সাধারণ শিক্ষার্থীদের পক্ষ থেকে এই ঘোষণা দেয়া হয়।

বিক্ষোভ সমাবেশে সাধারণ ছাত্র অধিকার পরিষদের আহ্বায়ক খান মুনতাসির আরমান বলেন, ‘দেশের লাখ লাখ সাধারণ শিক্ষার্থীকে ‘রাজাকারের বাচ্চা’ বলে গালি দিয়ে উনি মুক্তিযুদ্ধের চেতনাকে কলঙ্কিত করেছেন।আগামী তিন দিনের মধ্যে এই বক্তব্য প্রত্যাহার করে জাতির কাছে ক্ষমা না চাইলে তাকে জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ে অবাঞ্ছিত ঘোষণা করা হবে।’

প্রসঙ্গত, এর আগে সোমবার জাতীয় সংসদ অধিবেশনে সরকারি নিয়োগে বিদ্যমান কোটা পদ্ধতির সংস্কার দাবিতে আন্দোলনকারীদের উদ্দেশ্য করে কৃষিমন্ত্রী মতিয়া চৌধুরী বলেন, ‘পরিষ্কার বলতে চাই, মুক্তিযুদ্ধ চলছে, চলবে। রাজাকারের বাচ্চাদের আমরা দেখে নেব। তবে ছাত্রদের প্রতি আমাদের কোনও রাগ নেই। মতলববাজ, জামায়াত-শিবির ও তাদের এজেন্টদের বিরুদ্ধে সামান্য শৈথিল্য দেখানো হবে না।’


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *