শনিবার, ২০ এপ্রিল ২০২৪, ০১:৫৩ অপরাহ্ন

চাঁদপুরে করোনায় আক্রান্ত বেড়ে ৮০৭, মৃত্যু ৫৫

বর্তমানকণ্ঠ ডটকম / ৩৪ পাঠক
শনিবার, ২০ এপ্রিল ২০২৪, ০১:৫৩ অপরাহ্ন

এ কে আজাদ, ব্যুরো প্রধান, বর্তমানকন্ঠ ডটকম, চাঁদপুর : চাঁদপুর জেলায় আরও ৫৬ জনের করোনা ভাইরাস (কোভিড-১৯) শনাক্ত হয়েছে। নতুন ৫৬ জনসহ জেলায় বর্তমানে করোনায় আক্রান্তের সংখ্যা দাঁড়িয়েছে ৮০৭জন। এই পর্যন্ত মৃত্যুবরণ করেছেন ৫৫জন। নতুন করে মৃত ৫ জনের আজকে পজিটিভ রিপোর্টে এসেছে। এর মধ্যে চাঁদপুর সদরের ২জন, মতলব উত্তরে ২জন ও হাজীগঞ্জে ১জন। শুক্রবার পর্যন্ত জেলায় সুস্থ্য হয়েছেন ২১৫জন। উপসর্গ নিয়ে মৃত্যু অব্যাহত রয়েছে।

শনিবার (২৭ জুন) সকালে চাঁদপুর সিভিল সার্জন কার্যালয় থেকে জানানো হয়, আজকে রিপোর্ট এসেছে ১১৭টি। এর মধ্যে ৫৬টি পজিটিভ এবং ৬১টি নেগেটিভ। ৫৬ জনের মধ্যে মৃত ৫ জনের রিপোর্ট পজেটিভ এসেছে।

আক্রান্ত ৫৬ জনের মধ্যে চাঁদপুর সদরে ৭, হাইমচর ১০, কচুয়া ৩, মতলব উত্তর ১৫, মতলব দক্ষিণে ৯, হাজীগঞ্জ ৬ ও ফরিদগঞ্জে ৬জন।

আজকে পর্যন্ত জেলায় করোনা আক্রান্ত রোগী ৮০৭জন (চাঁদপুর সদর ৩০৮, হাইমচরে ৬২, মতলব উত্তর ৬১, মতলব দক্ষিণে ৮৮, ফরিদগঞ্জে ৭৮, হাজীগঞ্জ ৮৩, কচুয়া ৩৪, শাহরাস্তি ৯৩।

আজকে পর্যন্ত জেলা মৃত্যুর সংখ্যা ৫৫ (চাঁদপুর সদরে ১৫, ফরিদগঞ্জে ৬, হাজীগঞ্জে ১৫, শাহরাস্তি ৪, কচুয়া ৫, মতলব উত্তর ৮, মতলব দক্ষিণ ২)।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *