বৃহস্পতিবার, ২৫ এপ্রিল ২০২৪, ০৪:৩২ অপরাহ্ন

চাঁদপুরে নতুন ৫১ জনের শরিরে করোনা শনাক্ত, মৃত্যু বেড়ে ৭২

বর্তমানকণ্ঠ ডটকম / ৪০ পাঠক
বৃহস্পতিবার, ২৫ এপ্রিল ২০২৪, ০৪:৩২ অপরাহ্ন

এ কে আজাদ, ব্যুরো প্রধান, বর্তমানকন্ঠ ডটকম চাঁদপুর : চাঁদপুর জেলায় নতুন করে আরও ৫১ জনের করোনাভাইরাস (কোভিড-১৯) শনাক্ত হয়েছে। গতকাল পর্যন্ত জেলায় করোনা আক্রান্তের সংখ্যা ছিলো ১৬৩২জন। নতুন ৫১জনসহ জেলায় করোনায় আক্রান্তের সংখ্যা দাঁড়িয়েছে ১৬৮৩জন। এ পর্যন্ত করোনায় আক্রান্ত হয়ে মৃত্যুবরণ করেছেন ৭২জন।

রোববার (২৬ জুলাই) দুপুরে চাঁদপুর সিভিল সার্জন কার্যালয় সূত্রে জানাগেছে, আজকে ঢাকা থেকে রিপোর্ট এসেছে ১০২ জনের। এর মধ্যে পজিটিভ রিপোর্ট ৫১টি এবং নেগেটিভ রিপোর্ট ৫১টি।

আক্রান্ত ৫১ জনের মধ্যে চাঁদপুর সদরে ২৭জন, হাইমচর ১, মতলব উত্তর ১, মতলব দক্ষিণ ৮, ফরিদগঞ্জ ৫ (একজন মৃত), হাজীগঞ্জ ৫, কচুয়া ১ ও শাহরাস্তি ৩জন।

নেগেটিভ ৫১ জনের মধ্যে চাঁদপুর সদরে ১৮, হাইমচর ৪, মতলব দক্ষিণ ৯, ফরিদগঞ্জ ২, হাজীগঞ্জ ২, কচুয়া ৯ ও শাহরাস্তি ৭জন।

চাঁদপুরের সিভিল সার্জন ডাঃ মো. সাখাওয়াত উল্লাহ জানান, আজকে পর্যন্ত জেলায় করোনায় আক্রান্ত সংখ্যা ১৬৮৩ জন। এর মধ্যে চাঁদপুর সদরে ৬৫০জন, হাইমচরে ১২৫জন, মতলব উত্তরে ১৩২জন, মতলব দক্ষিণে ১৯০জন, ফরিদগঞ্জে ১৯০জন, হাজীগঞ্জে ১৫৯জন, কচুয়া ৭৩জন ও শাহরাস্তি ১৬৪জন।

তিনি আরো জানান, আজকে পর্যন্ত জেলায় করোনায় আক্রান্ত হয়ে মৃত্যুবরণ করেছেন ৭২জন। এর মধ্যে চাঁদপুর সদরে ২০জন, ফরিদগঞ্জ ১০জন, হাজীগঞ্জে ১৭জন, শাহরাস্তি ৬জন, কচুয়া ৬জন, মতলব উত্তর ৯জন, মতলব (দ.) ৩, হাইমচর ১জন


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *