মঙ্গলবার, ২৩ এপ্রিল ২০২৪, ০৯:১৩ অপরাহ্ন

চাঁদপুরে ১ দিনে ১২জন করোনাক্রান্তের ১১জন’ই জেলা শহরের!

বর্তমানকণ্ঠ ডটকম / ৩৩ পাঠক
মঙ্গলবার, ২৩ এপ্রিল ২০২৪, ০৯:১৩ অপরাহ্ন

এ কে আজাদ, ব্যুরো প্রধান, বর্তমানকন্ঠ ডটকম, চাঁদপুর : চাঁদপুরে একদিনে ১০১ রিপোর্টের মধ্যে ১২জনের রিপোর্ট করোনা পজেটিভ এসেছে। অর্থাৎ তারা করোনায় আক্রান্ত। এর মধ্যে ১১জন’ই চাঁদপুর শহরের। বুধবার দুপুরে চাঁদপুর সিভিল সার্জন অফিস সূত্রে এ তথ্য জানানো হয়েছে।

সূত্র জানায়, বুধবার নতুন ১২জন আক্রান্তদের মধ্যে ১১জন চাঁদপুর শহর তথা সদর উপজেলার মধ্যে পড়েছে বাকী এক জন মতলব উত্তরের। ৮৯জনের রিপোর্ট করোনা নেগেটিভ এসেছে।

নতুন ১২জন আক্রান্তসহ চাঁদপুরে বর্তমানে করোনায় আক্রান্ত রোগীর সংখ্যা সর্বমোট ৬০জন। এর মধ্যে মৃত ৪জন, সুস্থ ১২জন। বাকী ৪৪জন চিকিৎসাধীন।

চাঁদপুর সদর উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডা. সাজেদা বেগম পলিন জানান, চাঁদপুর সদর উপজেলায় আক্রান্তরা হলেন- শহরের আদালতপাড়ার এক গৃহবধূ (৩৮) ও তার ছেলে (১২), চিত্রলেখা মোড় এলাকার এক ব্যক্তি (৫৫) ও তার ছেলে (১৭), সিভিল সার্জন অফিসের এক কর্মচারী (৫৯), বড়স্টেশন ক্লাব রোডের একজন (২৫), মিশন রোডের একজন (২৫), সদর হাসপাতালের স্টাফ কোয়ার্টারের একজন (১৬), বকুলতলা এলাকার একজন (৩০), মধ্য ইচুলির একজন (৩৮), চাঁদপুর ট্রাফিক পুলিশের এক সদস্য (৫৯)। এদের মধ্যে শহরস্থ ঢাকা ডিজিটাল ডায়াগনস্টিক সেন্টারেরর একজন ল্যাব টেকনিশিয়ান। নিরাপত্তাজনিত কারণে তাদের নাম প্রকাশ করা হলো না।

নতুন আক্রান্ত পুলিশ সদস্যসহ চাঁদপুরে করোনায় আক্রান্ত পুলিশ সদস্যের সংখ্যা দাঁড়ালো ৯জন।

মতলব উত্তর উপজেলায় আক্রান্ত ব্যক্তি কলাকান্দা ইউনিয়ন পরিষদের ডিজিটাল সেবা কেন্দ্রের কম্পিউটার উপারেটর (উদ্যোক্তা)। তার বয়স ৪৫ বছর। এর আগে ওই ইউনিয়ন পরিষদের সচিবও করোনায় আক্রান্ত হন। ধারণা করা হচ্ছে, সচিবের সংস্পর্শে থাকায় উদ্যোক্তাও আক্রান্ত হয়েছেন।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *