শুক্রবার, ১৯ এপ্রিল ২০২৪, ০২:৪৬ অপরাহ্ন

‘ছাত্রলীগকে অবশ্যই শাস্তি পেতে হবে কিন্তু…’

বর্তমানকণ্ঠ ডটকম / ৩৬ পাঠক
শুক্রবার, ১৯ এপ্রিল ২০২৪, ০২:৪৬ অপরাহ্ন

ঢাকা বিশ্ববিদ্যালয়ের (ঢাবি) উপাচার্যের কার্যালয়ের আন্দোলনকারীদের সাথে ছাত্রলীগ যদি অন্যায় কিছু করে থাকে তাহলে অবশ্যই শাস্তির আওতায় আনা হবে বলে জানিয়ে আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ওবায়দুল কাদের বলেছেন, ‘ছাত্রলীগ যদি অপরাধী হয় তাহলে অপরাধের শাস্তি আমরা দিয়ে আসছি। বিশ্ববিদ্যালয়ের ছাত্রলীগ যদি কোন অন্যায় করে থাকে তাহলে ছাত্রলীগকে অবশ্যই শাস্তি পেতে হবে। কিন্তু যারা গেট ভেঙে ভিসি অফিসে ঢুকেছে তাদেরও শাস্তি হওয়া উচিত। জোর করে ভিসি অফিসে ডুকবে এখানে সাধারণ ছাত্রদের কি কোন দায়িত্ব নেই। তারা ছাত্রলীগ করে কিন্তু এর আগে তারা বিশ্ববিদ্যালয়ের ছাত্র।’

বুধবার (২৪ জানুয়ারি) সকালে জাতীয় সংসদ ভবনের সামনে মানিক মিয়া এভিনিউয়ের রাস্তায় বিআরটিএ মোবাইল কোর্ট পরিদর্শনে গিয়ে সাংবাদিকদের প্রশ্নের জবাবে তিনি এসব কথা বলেন।

ওবায়দুল কাদের বলেন, ‘একটা দিক দেখলেন? আরেকটা দিক দেখলেন না। ভিসির অফিসের গেট ভেঙে ঢোকার কি কোন নিয়ম আছে? এটা কি কোন গণতান্ত্রিকপন্থা? এটা কি আন্দোলনের অংশ? আর ছাত্রলীগের এখানে অংশগ্রহণ কি? ভিসি বলেছেন, ছাত্রলীগের ছেলেমেয়েরা যদি এসে উদ্ধার না করতো, তাহলে তার জীবনের উপর হামলার আশঙ্কা থাকতো। তিনি আমাকে বলেছেন, যেভাবে অ্যাটাক করা হয়েছে, কলাবসিবল গেট ভেঙে গেছে।।’

রাষ্ট্রপতি নির্বাচন নিয়ে প্রধানমন্ত্রী ও সংসদের স্পিকারের বৈঠকের বিষয়ে জানতে চাইলে মন্ত্রী বলেন, ‘প্রধানমন্ত্রী স্পিকারের সঙ্গে বসে সংসদে আলাপ আলোচনা করবে এটাও কি মিডিয়াকে জানতে হবে? সংসদের কার্যপ্রণালী নিয়ে কথা বলতে হয়, বলেছেন। কার্যবিধি নিয়ে প্রধানমন্ত্রী স্পিকারের সাথে বসে কথা বলতেই পারে। এটাকে আপনারা বলছেন রাষ্ট্রপতি নির্বাচন নিয়ে বসেছেন। এটা কি আপনারা হাওয়া থেকে বলছেন, এ ধরনের কিছু আমার জানা নেই। আমি জানি না। এটা যখন হওয়ার তখন হবে। রাষ্ট্রপতির মেয়াদ শেষ হয়ে গেলে নতুন রাষ্ট্রপতি নির্বাচন হবে এটা স্বাভাবিক ঘটনা।’

কাদের বলেন, ‘এখন নতুন না পুরাতন থাকবেন এটা তো আমি বলতে পারছি না। সংসদ সদস্যরা পার্লামেন্টে ভোট দেবেন। ভোটে যদি একাধিক প্রার্থী না থাকেন তবে একজনই হবেন। এখন কে প্রার্থী হবেন এবং কে নির্বাচিত হবেন এটাতো আমি বলতে পারছি না। আরেকটু অপেক্ষা করেন। বাংলাদেশের জনগণের কাছে সবচেয়ে গ্রহণযোগ্য যে তিনিই রাষ্ট্রপতি হবেন।’


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *