মঙ্গলবার, ২৩ এপ্রিল ২০২৪, ১২:২৫ অপরাহ্ন

জীবাশ্ম জ্বালানির বিদ্যুৎ ও জ্বালানীর নতুন প্রকল্প থেকে বিরত থাকার দাবিতে প্রধানমন্ত্রীর কাছে খোলা চিটি

বর্তমানকন্ঠ ডটকম । / ৩০ পাঠক
মঙ্গলবার, ২৩ এপ্রিল ২০২৪, ১২:২৫ অপরাহ্ন

বাংলাদেশে বৈশ্বিক উষ্ণতার ভয়াবহ বিপর্যয় রোধ, পরিবেশ ও জলবায়ু সুরক্ষায় নতুন জীবাশ্ম জ্বালানির উৎপাদন ও এসংক্রান্ত অবকাঠামোর উন্নয়ন প্রকল্প তেল, গ্যাস ও কয়লা ভিত্তিক জীবাশ্ম জ্বালানির আর কোন নতুন প্রকল্প গ্রহন না করার দাবিতে মাননীয় প্রধান মন্ত্রীর বরাবরে খোলা চিটিতে দাবি জানিয়েছেন নাগরিক সমাজের বিভিন্ন প্রতিনিধিরা। সেই সঙ্গে জলবায়ু সুরক্ষায় সৌরশক্তি ও বায়ুশক্তির মতো নবায়নযোগ্য জ্বালানি খাতে গতি আনতে নবায়নযোগ্য জ্বালানি খাতের বিনিয়োগ বাড়ানোর দাবি করেন। ২৫ মে ২০২১ চট্টগ্রামের চান্দগাঁও এ বেসরকারী উন্নয়ন সংস্থা আইএসডিই বাংলাদেশ ও বাংলাদেশ বৈদেশিক দেনা বিষয়ক কর্মজোট (বিডাব্লুজিইডি) এর যৌথ উদ্যোগে মাননীয় প্রধানমন্ত্রী বরাবরে খোলা চিটি প্রেরণ উপলক্ষে গণস্বাক্ষর অনুষ্ঠানে এসব দাবি উত্থাপন করেন।

এ উপলক্ষে গণস্বাক্ষর অনুষ্ঠানে অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন ক্যাব কেন্দ্রিয় কমিটির ভাইস প্রেসিডেন্ট ও আইএসডিই বাংলাদেশের নির্বাহী পরিচালক এস এম নাজের হোসাইন, অ্যাসোসিয়েশন অব ডেভেলপমেন্ট এজেন্সিস ইন বাংলাদেশ(এডাব) কেন্দ্রিয় কমিটির সদস্য ও নারী নেত্রী জেসমিন সুলতানা পারু, ক্যাব বিভাগীয় সাধারণ সম্পাদক কাজী ইকবাল বাহার ছাবেরী, ক্যাব দক্ষিন জেলা সভাপতি আলহাজ¦ আবদুল মান্নান, বনফুলের নির্বাহী পরিচালক রেজিয়া বেগম, উত্তর জেলা কৃষক লীগের দপ্তর সম্পাদক সেলিম সাজ্জাদ, চট্টগ্রাম জেলা স্কাউটস এর সহ-সভাপতি অধ্যাপক শাহনেওয়াজ আলী মির্জা, জেলা সামাজিক উদ্যোক্তা পরিষদের যুগ্ন সম্পাদক মুহাম্মদ জানে আলম, বোয়ালখালী ইউপি চেয়ারম্যান সমিতির সভাপতি নুর মোহাম্মদ চেয়ারম্যান, ক্যাব চট্টগ্রাম মহানগরের সহ-সভাপতি আলহ্জা¦ আবু তাহের, বাংলাদেশ ভেজিটেবল এক্সপোর্টাস অ্যাসোসিয়েশনের কেন্দ্রিয় কমিটির সদস্য সেলিম জাহাঙ্গীর, নারী নেত্রী নবুয়াত আরা সিদ্দিকী, বনগবেষনাগার ফরেস্ট কলেজের অধ্যাপক এবিএম হুমায়ন কবির, সুচনার নির্বাহী পরিচালক শাহীন আকতার বিউটি, কিন্ডার গার্ডেন ঐক্য পরিষেদের নেতা অধ্যক্ষ মনিরুজ্জমান, চান্দগাঁও ল্যাবরেটরী মডেল স্কুল অ্যান্ড কলেজের অধ্যক্ষ ইসমাইল ফারুকী, প্রজন্ম চট্টগ্রামের প্রধান নির্বাহী চৌধুরী জসিমুল হক, কৃষিবিদ আরিফুল ইসলাম, সিএসডিএফ’র শম্পা কে নাহার, আইএসডিই’র আরিফুল ইসলাম ও ইশিকা ফাউন্ডেশনের জহুরুল ইসলাম প্রমুখ।

প্রধানমন্ত্রীর কাছে প্রেরিত চিটির দাবিগুলির মধ্যে বৈশ্বিক জলবায়ু সমস্যাকে গুরুত্ব দিয়ে বিদ্যুৎ ও জ্বালানী খাতে প্রকল্প গ্রহন, জ্বালানী খাতে গৃহিত প্রকল্পে স্থানীয় পরিবেশ ও মানুষের জীবন-জীবিকার বিগ্ন সৃষ্ঠি না করা, অনৈতিকভাবে জমিদখল না করা, ন্যায্য ক্ষতিপূরণ নিশ্চিত করা, সাধারণ মানুষকে হয়রানি না করার দাবি করেন। একই সাথে বাংলাদেশের শতভাগ নবায়নযোগ্য জ¦লানি নিশ্চিত করার উদ্যোগ নেয়ার দাবি জানান। চট্টগ্রাম ও ককসবাজার জেলার বিভিন্ন শ্রেণী পেশার নাগরিক সমাজের প্রতিনিধিরা খোলা চিটিতে স্বাক্ষর করবেন।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *