বুধবার, ২৪ এপ্রিল ২০২৪, ১২:৫৩ অপরাহ্ন

নরসিংদীতে শারদোৎসবোত্তর পুনর্মিলনী ও পুরস্কার বিতরণ

বর্তমানকণ্ঠ ডটকম / ৬৩ পাঠক
বুধবার, ২৪ এপ্রিল ২০২৪, ১২:৫৩ অপরাহ্ন

নরসিংদী,বর্তমানকণ্ঠ ডটকম,শুক্রবার, ১৭ নভেম্বর ২০১৭: নরসিংদীতে অন্যান্য বারের মতো এবারও জেলা প্রশাসনের উদ্যোগে শারদীয় দুর্গোৎসবোত্তর পুনর্মিলনী ও পুরস্কার বিতরণী অনুষ্ঠান সম্পন্ন হয়েছে। শুক্রবার রাত সাড়ে ৮টায় নরসিংদী সার্কিট হাউজ মিলনায়তনে আয়োজিত অনুষ্ঠানে জেলা ও উপজেলা পর্যায়ের পূজা মন্ডপের মান ও অন্যান্য সামগ্রিক ব্যবস্থাপনা সরেজমিনে পর্যবেক্ষণ করে ১৫টি মন্দিও কমিটির নেতৃবৃন্দেও হাতে পুরস্কার
হিসেবে ক্র্যাস্ট তুলে দেন জেলা প্রশাসক ড. সুভাষ চন্দ্র বিশ্বাস। এসময় অন্যান্য অতিথিদের মধ্যে উপস্থিত ছিলেন জেলা পূজা উদযাপন পরিষদের সভাপতি অধ্যক্ষ প্রফেসর সূর্য্যকান্ত দাস, আইসিটি বিশেষজ্ঞ মো: সানিয়াত লুৎফি,উপাধ্যক্ষ অহিভূষণ চক্রবর্তী,বিশিষ্ট শিল্পপতি নৃপেন্দ্র চন্দ্র সাহা, বিশিষ্ট শিল্পপতি সরোজ কুমার সাহা, জেলা পূজা উদযাপন কমিটির অন্যান্য নেতৃবৃন্দ সহ পুরস্কার প্রাপ্ত মন্দির পূজা উদযাপন কমিটির পূজারীবৃন্দ। পুরস্কার প্রদান শেষে সার্বিক বিষয় তুলে ধরে এবং আগামীতে আরম্বরপূর্ণ পরিবেশে পুনর্মিলনী অনুষ্ঠান আয়োজনের উপর গুরুত্ব আরোপ করে বক্তব্য রাখেন জেলা প্রশাসক ড. সুভাষ চন্দ্র বিশ^াস। অতিরিক্ত জেলা প্রশাসক(সার্বিক) ও আইসিটি মো: মোজাম্মেল হক-এর সঞ্চালনায় অনুষ্ঠিত পুরস্কার বিতরণীী অনুষ্ঠানে শুভেচ্ছা বক্তব্য রাখেন জেলা পূজা উদযাপন কমিটির সভাপতি অধ্যক্ষ প্রফেসর সূর্য্যকান্ত দাস।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *