শুক্রবার, ১৯ এপ্রিল ২০২৪, ১১:৪৯ অপরাহ্ন

পাকিস্তানকে উড়িয়ে চ্যাম্পিয়ন আফগান যুবারা

বর্তমানকণ্ঠ ডটকম / ৩২ পাঠক
শুক্রবার, ১৯ এপ্রিল ২০২৪, ১১:৪৯ অপরাহ্ন

নিউজ ডেস্ক,বর্তমানকণ্ঠ ডটকম,রবিবার, ১৯ নভেম্বর ২০১৭: অনূর্ধ্ব-১৯ এশিয়া কাপে চমক অব্যাহত রেখে শিরোপা জয় করেছে আফগানিস্তান। রোববার ফাইনালে পাকিস্তান অনূর্ধ্ব-১৯ দলকে ১৮৫ রানের বড় ব্যবধানে হারিয়ে শিরোপা ঘরে তোলে আফগান যুবারা।
কুয়ালালামপুরে আগে ব্যাটিংয়ে নেমে নির্ধারিত ৫০ ওভারে ৭ উইকেট হারিয়ে ২৪৮ রান সংগ্রহ করে আফগানিস্তান অনূর্ধ্ব-১৯ দল। জবাবে ব্যাটিংয়ে নেমে মাত্র ৬৩ রানেই গুটিয়ে যায় শক্তিশালী পাকিস্তান।
আফগানিস্তানের বড় সংগ্রহের কৃতিত্ব ইকরাম ফায়জি। ১০৭ রানের হার না মানা অনবদ্য ইনিংস খেলেন তিনি। এছাড়া রহমান গুল ৪০, ইব্রাহিম জাদরান ৩৬ এবং দরবিশ রাসুল করেন ১৮ রান।
২৪৯ রানের লক্ষ্যে ব্যাটিংয়ে নামা পাকিস্তানের ইনিংস স্থায়ী হয় মাত্র ২২.১ ওভার। ক্রিকেটের নতুন শক্তি আফগান যুবাদের বিপক্ষে মাত্র ৬৩ রানে গুটিয়ে মাথা নিচু করে মাঠ ছাড়ে পাকিস্তান।
গোটা টুর্নামেন্ট-জুড়ে দুর্দান্ত বোলিং নৈপুণ্য উপহার দেয় মুজিব জাদরান ফাইনালেও ছিলেন বিধ্বংসী। পাঁচ উইকেট নিয়ে দলের বড় জয়ে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করেন তিনি।
টুর্নামেন্টের ৫ ম্যাচে অসাধারণ পারফরম্যান্স উপহার দিয়ে ৫ ম্যাচে ২০ উইকেট নেন মুজিব। ফলে অনুমিতভাবেই টুর্নামেন্টের সেরা খেলোয়াড়ের পুরস্কার জেতেন এই আফগান তারকা।
সেমিফাইনালে দারুণ খেলতে থাকা বাংলাদেশ বৃষ্টি আইনে পাকিস্তানের কাছে হেরে বিদায় নেয়। অন্যদিকে নেপালকে উড়িয়ে ফাইনালে ওঠে আফগানিস্তান।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *