শুক্রবার, ১৯ এপ্রিল ২০২৪, ০৯:৪৫ পূর্বাহ্ন

পিআইবিতে মোবাইল সাংবাদিকতা বিষয়ে কর্মশালা অনুষ্ঠিত

বর্তমানকন্ঠ ডটকম, ঢাকা।  / ৩৬ পাঠক
শুক্রবার, ১৯ এপ্রিল ২০২৪, ০৯:৪৫ পূর্বাহ্ন

প্রেস ইনস্টিটিউট বাংলাদেশে (পিআইবি) মোবাইল সাংবাদিকতা বিষয়ক দুই দিনব্যাপি কর্মশালা আজ শেষ হয়েছে। বাংলাদেশ ফেডারেল সাংবাদিক ইউনিয়নের সহযোগিতায় অনুষ্ঠিত এ কর্মশালার সমাপন অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বিএফইউজে’র সভাপতি জনাব মোল্লা জালাল। অনুষ্ঠানে সভাপতিত্ব করেন পিআইবি মহাপরিচালক জনাব জাফর ওয়াজেদ।

কর্মশালাটিতে বাংলাদেশ ফেডারেল সাংবাদিক ইউনিয়নের সারাদেশের মোট ৪৬ জন সদস্য সাংবাদিক অংশগ্রহণ করেন। মোবাইল সাংবাদিকতা বিষয়ে পিআইবিতে এ ধরণের প্রশিক্ষণ কার্যক্রম এই প্রথম।

প্রধান অতিথির বক্তব্যে মোল্লা জালাল বলেন, প্রশিক্ষণ সাংবাদিকদের সমৃদ্ধ করে। মোবাইল সাংবাদিকতা বিষয়ে প্রশিক্ষণ কর্মসূচী আমাদের গণমাধ্যমকর্মীদের দক্ষতাকে আরও শানিত করবে বলে আমার বিশ্বাস। মোবাইলের মাধ্যমে সংবাদ ও ফুটেজ সংগ্রহসহ অন্যান্য কাজে সাংবাদিকদের দক্ষতা বৃদ্ধি পেলে বাংলাদেশে মাল্টিমিডিয়া জার্নালিজমের চর্চা দ্রুত প্রসারিত হবে।

সভাপতির বক্তব্যে পিআইবি মহাপরিচালক জাফর ওয়াজেদ বলেন, আমাদের সাংবাদিক বন্ধুরা যাতে সময়ের সাথে পাল্লা দিয়ে এগিয়ে যেতে পারেন, তাই মোবাইল সাংবাদিকতা বিষয়ে এ কর্মশালার আয়োজন। আমরা সমৃদ্ধ ও দক্ষ গণমাধ্যমকর্মী তৈরি করতে চাই, যারা দেশকে সমৃদ্ধির পথে এগিয়ে নেবে। সে কারনে পিআইবি মোবাইল সাংবাদিকতা বিষয়ে এ প্রশিক্ষণ কর্মসূচীটি সারা দেশে ছড়িয়ে দেবে। দেশের বিভিন্ন প্রান্তের সাংবাদিকদের এ কর্মসূচীর আওতায় আনবে।

তিনি আরও বলেন, এখন মাল্টিমিডিয়া সাংবাদিকতার যুগ। মানুষ সংবাদ পাঠের পাশাপাশি ঘটনার ছবি ও ফুটেজ দেখতে চায়। সে কারনে সাংবাদকিতায় মোবাইলের ব্যবহার করতে পারাটা একটি গুরুত্বপূর্ণ দক্ষতা।

কর্মশালায় প্রশিক্ষক হিসেবে দায়িত্ব পালন করেন জার্মান ভিত্তিক গণমাধ্যম প্রতিষ্ঠান ডয়চে ভেলের বাংলাদেশ প্রতিনিধি হারুন উর রশিদ। কর্মশালাটির সার্বিক সমন্বয়ের দায়িত্ব পালন করেন পিআইবির সহকারী প্রশিক্ষক নাসিমূল আহসান।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *