বৃহস্পতিবার, ১৮ এপ্রিল ২০২৪, ০৬:২২ পূর্বাহ্ন

পুলিশ স্বাস্থ্যকর্মীসহ আরোও ৭জন করোনা শনাক্ত ॥ জেলায় আক্রান্ত বেড়ে ৬১৭

বর্তমানকণ্ঠ ডটকম / ৩৩ পাঠক
বৃহস্পতিবার, ১৮ এপ্রিল ২০২৪, ০৬:২২ পূর্বাহ্ন

এ কে আজাদ, ব্যুরো প্রধান, বর্তমানকন্ঠ ডটকম, চাঁদপুর : চাঁদপুরে পুলিশ, স্বাস্থ্যকর্মীসহ ৭জন আক্রান্ত। এনিয়ে জেলায় করোনা ভাইরাসে আক্রান্ত বেড়ে ৬১৭জন। এ পর্যন্ত এই ভাইরাসে জেলায় মৃত্যুবরণ করেছেন ৪৭জন। সুস্থ্য হয়েছেন ১৬৩জন।

মঙ্গলবার (২৩জুন) দুপুরে চাঁদপুর সিভিল সার্জন কার্যালয় থেকে জানানো হয়, আজ ঢাকা থেকে রিপোর্ট এসেছে ২৮টি। এর মধ্যে ৭ জনের রিপোর্ট পজিটিভ এবং বাকী ২১ জনের রিপোর্ট নেগেটিভ।

নতুন করে শনাক্ত ৭ জনের মধ্যে চাঁদপুর সদরে ৩জন, শাহরাস্তি ৩ জন ও হামইচর উপজেলার ১জন।

সদরে আক্রান্তদেও মধ্যে চাঁদপুর নৌ-পুলিশের ১সদস্য(৩৪),ট্রাকরোর্ডেও এক স্বাস্থ্যকর্মী(৩০) ও ব্যাংক কলোনীর একবৃদ্ধা(৬০)।

জেলায় আক্রান্ত ৬১৭ জনের মধ্যে চাঁদপুর সদরে ২৫১, হাইমচরে ৩৪, মতলব উত্তর ৩৩, মতলব দক্ষিণে ৭৪, ফরিদগঞ্জে ৬৩, হাজীগঞ্জ ৬৬, কচুয়া ২৯ ও শাহরাস্তিতে ৬৭জন।

(ঢাকা হতে আগত ৪জন, লক্ষীপুর হতে আগত ২জন, মতলব দক্ষিণ আইসিডিডিআরবি হতে প্রাপ্ত ২২জন, কুমিল্লা মেডিকেল কলেজ হতে প্রাপ্ত ১জন, নারায়নগঞ্জ থেকে আগত ১জন।)

চাঁদপুরের সিভিল সার্জন ডাঃ মো. সাখাওয়াত উল্লাহ লিখিত প্রতিবেদনে জানান, জেলায় করোনায় আক্রান্ত হয়ে মৃত্যুর সংখ্যা ৪৭জন। (চাঁদপুর সদরে ১২, ফরিদগঞ্জে ৬, হাজীগঞ্জ ১৪, শাহরাস্তি ৩, কচুয়া ৫, মতলব উত্তর ৫, মতলব দক্ষিণ ২জন। চিকিৎসাধীন রোগী ৪০৫ জন (হাসপাতালে ৩৩, ঢাকায় রেফার ৬, হোম আইসোলেশনে ৩৬৬জন)


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *