শনিবার, ২০ এপ্রিল ২০২৪, ০৫:১২ পূর্বাহ্ন

পৌরসভার ব্যবস্থাপনায় ও সেনাবাহিনীর তত্ত্বাবধানে ঝিনাইদহ সদর হাসপাতালে জীবানুনাশক টানেল স্থাপন

বর্তমানকণ্ঠ ডটকম / ৪৭ পাঠক
শনিবার, ২০ এপ্রিল ২০২৪, ০৫:১২ পূর্বাহ্ন

জাহিদুর রহমান তারিক, বর্তমানকন্ঠ ডটকম, ঝিনাইদহ : ঝিনাইদহ পৌরসভার ব্যবস্থাপনায় ও সেনাবাহিনীর তত্ত্বাবধানে করোনাভাইরাস প্রতিরোধে ঝিনাইদহের কেপি বসু সড়কের পর এবার ঝিনাইদহ সদর হাসপাতালে জীবানুনাশক টানেল স্থাপন করা হয়েছে।

১১ মে সোমবার দুপুরে ঝিনাইদহ সদর হাসপাতালের প্রবেশ পথে এ টানেলের উদ্বোধন করা হয়। এসময় যশোর ৫৫ পদাতিক ডিভিশনের লে.কর্ণেল নাসির আহম্মেদ, সিভিল সার্জন ডা: সেলিনা বেগম, ঝিনাইদহ পৌরসভার মেয়র ও জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক সাইদুল করিম মিন্টু, সদর হাসপাতালের তত্ত্বাবধায়ক মোঃ আয়ূব হোসেন প্রমুখ উপস্থিত ছিলেন। সদর হাসপাতালে চিকিৎসা নিতে যাওয়া সকলকে এই টানেলের মধ্য দিয়ে প্রবেশ করতে হবে। এর মাধ্যমে কিছুটা হলেও করোনা মোকাবেলা সম্ভব হবে বলে জানান আয়োজকরা। টানেলটি নির্মাণ করে সেনাবাহিনীর ১১৯ ফিল্ড ওয়ার্কসপ কোম্পানী।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *