মঙ্গলবার, ২৩ এপ্রিল ২০২৪, ১২:২৯ অপরাহ্ন

ফুলবাড়ীতে প্রধানমন্ত্রীর দেওয়া পাকা ঘর পেয়ে খুশি ৭২ পরিবার

বর্তমানকণ্ঠ ডটকম / ৪৩ পাঠক
মঙ্গলবার, ২৩ এপ্রিল ২০২৪, ১২:২৯ অপরাহ্ন

শেখ জাকারিয়া, বর্তমানকন্ঠ ডট কম, ফুলবাড়ী, কুড়িগ্রাম : কুড়িগ্রামের ফুলবাড়ীতে দুর্যোগ ব্যবস্থাপনা ও ত্রাণ মন্ত্রণালয়ের অধীনে ৭২ টি পরিবার পেয়েছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনার দেওয়া পাঁকা ঘর। দরিদ্র পরিবারগুলো এ ভাবে পাকা ঘর পাবে তা জীবনেও ভাবেনি। তাই প্রধানমন্ত্রীর দেওয়া নতুন পাঁকা ঘর পেয়ে এখন তারা মহাখুশিতে পরিবার-পরিজন নিয়ে বসবাস করছেন। তাদের চোখে মুখে যেন বইছে এক আনন্দের ঝিলিক।

উপজেলা প্রকল্প বাস্তবায়ণ অফিস সূত্রে জানা গেছে, ২০১৯-২০ অর্থবছরে গ্রামীণ অবকাঠামো রক্ষণাবেক্ষণ (টিআর) কর্মসূচির আওতায় গৃহহীনদের জন্য দুর্যোগ সহনীয় বাসগৃহ নির্মাণ প্রকল্পের আওতায় উপজেলায় ৭২ টি পরিবারের জন্য ২ কোটি ১৫ লাখ ৮৯ হাজার ৯২ টাকা বরাদ্দ দেয় সরকার। প্রতিটি পরিবারের জন্য ঘর নির্মাণে বরাদ্দ ধরা হয় ২ লক্ষ ৯৯ হাজার ৮৬০ টাকা।

এ রকম অসহায় দরিদ্র নাওডাঙ্গা ইউনিয়নের ছোবান মিয়া, বীরেন্দ্র নাথ মন্ডল ও শিমুলবাড়ী ইউনিয়নের কুলসুম বেগম, মোকছেদ আলীসহ অনেকেই জানান,শেখের বেটির জন্য আমরা থাকার জন্য পাকা ঘর পেয়েছি। তাই শেখের বেটি যেন যুগ যুগ বেঁচে থাকে। তারা প্রত্যেকেই নতুন পাঁকা ঘর পেয়ে মহাখুশিতে প্রধানমন্ত্রী শেখ হাসিনার জন্য দোয়া কামনা করেছেন।

এ ব্যাপারে উপজেলা পরিষদের চেয়ারম্যান গোলাম রব্বানী সরকার ও প্রকল্প বাস্তবায়ণ কর্মকর্তা সবুজ কুমার গুপ্ত জানান, সরকারী নীতিমাল অনুযায়ী উপজেলার ৬ টি ইউনিয়নের অসহায় দরিদ্র যার জমি আছে ঘর নেই এমন অসহায় মানুষকে শনাক্ত করে এসব পাঁকা ঘর নির্মাণ করে দিয়েছেন। তারা আরও জানান ৭২ জন উপকারভোগীর ঘর নির্মাণ কাজ সমাপ্ত হয়েছে। প্রতি উপকারভোগীর জন্য দুইটি করে রুম (থাকার ঘর), একটি রান্নাঘর ও একটি করে স্বাস্থ্যসম্মত টয়লেট নির্মাণ করা হয়।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *