শনিবার, ২০ এপ্রিল ২০২৪, ০৯:৫৮ পূর্বাহ্ন

ফের বাড়লো সোনার দাম

বর্তমানকণ্ঠ ডটকম / ৩৪ পাঠক
শনিবার, ২০ এপ্রিল ২০২৪, ০৯:৫৮ পূর্বাহ্ন

অর্থনীতি ডেস্ক,বর্তমানকণ্ঠ ডটকম,শনিবার,২৫ নভেম্বর ২০১৭: আবারও ভালো মানের স্বর্ণের দাম ভরিপ্রতি ১ হাজার ৪০০ টাকা বাড়িয়ে দিয়েছে ব্যবসায়ীরা। একইসঙ্গে অন্যান্য মানের সোনার দাম ভরিতে ৫৫০ থেকে এক হাজার ২৮৩ টাকা পর্যন্ত বেড়েছে।

শনিবার (২৫ নভেম্বর) বাংলাদেশ জুয়েলার্সে সমিতি (বাজুস) এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ ঘোষণা দেয়।

আগামীকাল রবিবার থেকে স্বর্ণের নতুন এ দাম কার্যকর হবে বলেও বাজুজের সংবাদ বিজ্ঞপ্তিতে জানানো হয়েছে।

এদিকে সোনার বাড়ানো বিষয়ে বাজুস সাধারণ সম্পাদক দিলীপ কুমার আগরওয়ালা বলেন, ‘আন্তর্জাতিক বাজারে দর বৃদ্ধি এবং স্থানীয় বাজারে চাহিদা বাড়ার কারণে সোনার দাম বাড়ানো হয়েছে। এছাড়া নভেম্বর এবং ডিসেম্বর মাস আমাদের এখানে বিয়ের মৌসুম হওয়ায় চাহিদাও বেড়েছে। সব বিষয় বিবেচনায় নিয়েই আমরা সোনার দর বাড়িয়েছি।’


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *