বৃহস্পতিবার, ১৮ এপ্রিল ২০২৪, ০১:৫৩ অপরাহ্ন

বিআরটিসির এসি বাস চালু হচ্ছে ঢাকা-বিশনন্দী রুটে

বর্তমানকণ্ঠ ডটকম / ৪৪ পাঠক
বৃহস্পতিবার, ১৮ এপ্রিল ২০২৪, ০১:৫৩ অপরাহ্ন

নিজস্ব প্রতিবেদক । বর্তমানকণ্ঠ ডটকম:
অবশেষে ঢাকা-বিশনন্দী ফেরিঘাট রুটে চালু হচ্ছে বাংলাদেশ সড়ক পরিবহন করপোরেশনের (বিআরটিসি) এসি বাস সার্ভিস। ১ ফেব্রুয়ারি থেকে এ সার্ভিসের যাতায়াত শুরু হবে।

বিআরটিসি সূত্র জানায়, ঢাকার গুলিস্তান থেকে নারায়ণগঞ্জের কাঁচপুর-মদনপুর-আড়াইহাজার হয়ে বিশনন্দী ফেরিঘাট পর্যন্ত নিয়মিত চলাচল করবে ৭৪ আসনবিশিষ্ট এই এসি বাস। প্রাথমিকভাবে যাত্রীপ্রতি ভাড়া ধরা হয়েছে ১০০ টাকা। এরই মধ্যে এ রুটের জন্য ২৫টি বাস ঢাকার বিআরটিসির ডিপোতে রাখা হয়েছে।

এমপি নজরুল ইসলাম বলেন, বিআরটিসির এই বাস সার্ভিস আড়াইহাজারবাসীর জন্য বিশেষ উপহার। নির্বাচনী প্রতিশ্রুতি এবং এলাকাবাসীর দীর্ঘদিনের দাবির পরিপ্রেক্ষিতে ঢাকা-বিশনন্দী রুটে ফেব্রুয়ারির প্রথম দিন থেকে এ সার্ভিস চালু হচ্ছে।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *