বৃহস্পতিবার, ২৫ এপ্রিল ২০২৪, ১২:০৮ অপরাহ্ন

বিশ্ববিদ্যালয়ে পড়ার স্বপ্ন পূরণ হলো না তানভীরের

বর্তমানকণ্ঠ ডটকম / ৪২ পাঠক
বৃহস্পতিবার, ২৫ এপ্রিল ২০২৪, ১২:০৮ অপরাহ্ন

নিজস্ব প্রতিবেদক | বর্তমানকণ্ঠ ডটকম:
নরসিংদীতে তানভীর আহাম্মেদ খান নামে এইচএসসি উত্তীর্ণ এক ছাত্রকে ছুরিকাঘাতে খুন করেছে দুর্বৃত্তরা। বৃহস্পতিবার (২২ নভেম্বর) সকালে বাড়ি থেকে ঢাকা বিশ্ববিদ্যালয়ে যাওয়ার সময় বাড়ির কাছে তাকে হত্যা করা হয়।

নিহত তানভীর আহাম্মেদ খান বীরপুর এলাকার নাসির উদ্দিন খানের ছেলে। সে এবার নটরডেম কলেজ থেকে জিপিএ ৫ পেয়ে এইচএসসি পরীক্ষায় উত্তীর্ণ হয়। সম্প্রতি সে রাজশাহী ও চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ে ভর্তি পরীক্ষায় উত্তীর্ণ হয়ে পড়ার সুযোগ পেয়েছে।

পুলিশ ও নিহতের পারিবার জানায়, তানভীর আহাম্মেদ বইপত্র আনার জন্য সকাল ৬টার দিকে ট্রেনযোগে ঢাকায় যাওয়ার জন্য বাড়ি থেকে বের হয়। সন্তানের খোঁজ নেয়ার জন্য সকাল ১০টায় তার মা তাকে ফোন দেন।

কিন্তু কোনো সাড়া পাওয়া যায়নি। পরে স্থানীয়রা বীরপুর স্কুলের পশে একটি দোকানের পেছনে বুকে ছুরিবিদ্ধ একটি লাশ পড়ে থাকতে দেখে। পরে স্থানীয়রা রেলওয়ে পুলিশ ফাঁড়ি ও নিহতের বাড়িতে খবর দেয়।

রেলওয়ে পুলিশ ফাঁড়ির সদস্যরা নিহতের লাশ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য সদর হাসপাতাল মর্গে প্রেরণ করে।

রেলওয়ে ফাঁড়ির ওসি শাহ আলম জানান, ধারণা করা হচ্ছে ছিনতাইকারীর কবলে পড়ে এ হত্যাকাণ্ড সংগঠিত হয়েছে। হত্যার পর তাকে রেলের পাশে ফেলে রেখে পালিয়ে যায়। তদন্তসাপেক্ষে ব্যবস্থা নেয়া হবে।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *