শনিবার, ২০ এপ্রিল ২০২৪, ০৫:২৮ অপরাহ্ন

ভাগ্যের শিকেয় ঝুলছে আর্জেন্টিনা

বর্তমানকণ্ঠ ডটকম / ৪৩ পাঠক
শনিবার, ২০ এপ্রিল ২০২৪, ০৫:২৮ অপরাহ্ন

স্পোর্টস ডেস্ক,বর্তমানকণ্ঠ ডটকম,শনিবার,২৩ জুন ২০১৮: ক্রোয়েশিয়াই এখন আর্জেন্টিনাকে দ্বিতীয় রাউন্ডে তুলতে পারে! না, কথাটা ঠিক এভাবে বললে সম্পূর্ণ হয় না। বলা লাগে, জিততে হবে আর্জেন্টিনাকেও। বিশ্বকাপে টিকে থাকতে হলে মেসিদের সামনে পরিসংখ্যাটা এখন ঠিক এমনই। যেখানে গ্রুপ পর্বের শেষ দুই ম্যাচের একটিতে আইসল্যান্ডকে হারাতে হবে ক্রোয়েশিয়ার, অপরটিতে নাইজেরিয়াকে হারাতে পারলেই দ্বিতীয় রাউন্ডে পা রাখতে পারবে সাম্পাওলির শিষ্যরা।

আর্জেন্টিনার সামনে তাই এখন ‘প্রার্থনাই’ মূল ভরসা। আর্জেন্টাইন সমর্থকরা মনেপ্রাণে চাইবেন- ক্রোয়েশিয়া শেষ ম্যাচে যেন আইসল্যান্ডকে হারায়। না হারাতে পারলেও সমস্যা নেই। তবে জিততে দেয়া যাবে না আইসল্যান্ডকে। ড্র হলেও মেসিরা চিন্তামুক্ত থাকতে পারবে।

ক্রোয়েশিয়ার অধিনায়ক লুকা মড্রিচও মেসির প্রতি সমবেদনা জানিয়ে বলেছেন, ‘আমরা মেসির জন্যই আইসল্যান্ডকে হারাবো। মেসি সেরা। তবে একা দলকে জেতানো কারও পক্ষেই সম্ভব নয়। আর্জেন্টিনার দল হয়ে খেলতে হবে।’

মড্রিচ নাহয় কথা রাখলেন, কিন্তু আর্জেন্টিনা শেষ ম্যাচে ‘আফ্রিকার সুপার ঈগল’ খ্যাত নাইজেরিয়াকে হারাতে পারবে তো? প্রশ্নটা এখন কোটি টাকার। কারণ, ড্র হলেও যে নাইজেরিয়াই চলে যাবে দ্বিতীয় রাউন্ডে। আর মেসিদের ধরতে হবে দেশে ফেরার বিমান।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *