বুধবার, ২৪ এপ্রিল ২০২৪, ০৭:৪৮ পূর্বাহ্ন

ভোলাহাটে সহস্রাধীক পরিবারের মাঝে বিশুদ্ধ খাবার পানি সরবরাহ শুরু

বর্তমানকণ্ঠ ডটকম / ৩৪ পাঠক
বুধবার, ২৪ এপ্রিল ২০২৪, ০৭:৪৮ পূর্বাহ্ন

গোলাম কবির, ভোলাহাট (চাঁপাইনবাবগঞ্জ) : দীর্ঘদিন ধরে আশায় বুক বেঁধে থাকা পরিবারগুলোর স্বপ্ন বাস্তবায়ন হলো। বিশুদ্ধ পানি পানের প্রত্যাশা পূরণ হলো ভোলাহাটের সহস্রাধীক পরিবারের । সরকারী অর্থায়ণে উপজেলার গোহালবাড়ী ইউনিয়নের ১ নং ওয়ার্ডের সুরানপুরে বিশুদ্ধ পানির পাম্পটি সুবিধা ভোগি পরিবারদের মাঝে উন্মুক্ত করা হলো।

সোমবার ১১ এপ্রিল দুপুর ১২টার দিকে শান্তির প্রতীক পায়রা উড়িয়ে গোহালবাড়ী ইউপি চেয়ারম্যান আব্দুল কাদেরের উপস্থিতিতে সুবিধা ভোগি পরিবারের মাঝে বিশুদ্ধ খাবার পানি সরবরাহ আনুষ্ঠানিক উদ্বোধন করেন ইউএনও রাজিবুল আলম ও ওসি নাসিরউদ্দিন মন্ডল।

এ সময় অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন, ভোলাহাট পল্লী বিদ্যুৎ সাব জোনাল অফিসের সহকারী জেনারেল ম্যানেজার রুহুল আমিন, গোহালবাড়ী ইউপি সচিব মাজহারুল ইসলাম, ইউপি সদস্য মোজাম্মেল হক, ইসমাইল হোসেন, রমেশা বেগমসহ স্থানীয গণ্যমান্য ব্যক্তিগর্ব। বিশুদ্ধ পানির পাম্পটির পানি ধারণ ক্ষমতা ৩০হাজার মে.টন এবং সংশ্লিষ্ট এলাকার সহস্রাধীক পরিবার বিশুদ্ধ পানি পানের সুবিধা পাবেন বলে চেয়ারম্যান আব্দুল কাদের জানান। উদ্বোধন শেষে বিশেষ মোনাজাত করা হয়।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *