বৃহস্পতিবার, ২৫ এপ্রিল ২০২৪, ০৯:৫৪ অপরাহ্ন

মতলবে করোনা উপসর্গ নিয়ে সরকারী কর্মচারীর মৃত্যু

বর্তমানকণ্ঠ ডটকম / ৪৩ পাঠক
বৃহস্পতিবার, ২৫ এপ্রিল ২০২৪, ০৯:৫৪ অপরাহ্ন

এ কে আজাদ, বর্তমানকন্ঠ ডটকম, চাঁদপুর : মতলব দক্ষিণ উপজেলা হিসাবরক্ষণ অফিসের অফিস সহায়ক রেদওয়ানুল কবির (৩৬) করোনা উপসর্গ নিয়ে ২২ জুন সোমবার ভোরে মারা গেছেন। (ইন্নালিল্লাহি ওয়াইন্না ইলাইহি রাজিউন)। তার বাড়ি উপজেলার নারায়ণপুর ইউনিয়নের পদুয়া গ্রামে।

দুপুরে প্রশাসনের উপস্থিতিতে স্বেচ্ছাসেবক দলের সহায়তায় তাকে পারিবারিক কবরস্থানে দাফন করা হয়।

পরিবার সূত্রে জানা যায়, ওই ব্যক্তি বেশ কয়েকদিন যাবত জ্বর,কাশি ও ঠান্ডায় ভোগছিলেন।

রবিবার বিকেল থেকে তার শারীরিক অবস্থার অবনতি ঘটে। আজ সোমবার তার নমুনা পরীক্ষার কথা ছিল। কিন্তু এর আগে ভোর রাতে তার মৃত্যু হয়।

এ সময় ঘরে তার স্ত্রী, শ্বশুর ও শ্বাশুরী ছিল। পরে মৃত্যুর বিষয়টি উপজেলা নির্বাহী কর্মকর্তাকে জানালে তিনি তাঁর প্রতিনিধি হিসেবে স্যানিটারী ইন্সপেক্টর গাজী খোরশেদ আলমকে ঘটনাস্থলে পাঠান। নির্ধারিত সময় অতিবাহিত হওয়ায় স্বাস্থ্য বিভাগ মৃতের নমুনা সংগ্রহ করেনি।

উপজেলা নির্বাহা কর্মকর্তা ফাহমিদা হক বলেন, স্বাস্থ্যবিধি মেনে মৃত ব্যক্তির দাফন সম্পন্ন হয়েছে। তার পরিবারের সদস্যদের নমুনা সংগ্রহ ও বাড়িটি লকডাউন করা হয়েছে।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *