শুক্রবার, ১৯ এপ্রিল ২০২৪, ০৯:১৭ অপরাহ্ন

মানারাত ইন্টারন্যাশনাল ইউনিভার্সিটিতে সেমিনার

বর্তমানকণ্ঠ ডটকম / ৩২ পাঠক
শুক্রবার, ১৯ এপ্রিল ২০২৪, ০৯:১৭ অপরাহ্ন

মানারাত ইন্টারন্যাশনাল ইউনিভার্সিটির ফার্মেসি ক্লাবের উদ্যোগে ‘ইন্ট্রোডাকশন টু ফারমা ক্যারিয়ার’ শীর্ষক এক সেমিনার অনুষ্ঠিত হয়েছে। আশুলিয়ায় বিশ্ববিদ্যালয়ের স্থায়ী ক্যাম্পাসের সেমিনার হলে দিনব্যাপী এ সেমিনার অনুষ্ঠিত হয়।

এতে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বিশ্ববিদ্যালয়ের ভাইস-চ্যান্সেলর প্রফেসর ড. নজরুল ইসলাম। ফার্মেসি বিভাগের প্রধান ড. নার্গিস সুলতানা চৌধুরীর সভাপতিতে সেমিনারে বিশেষ অতিথি ছিলেন, মানারাত ইন্টারন্যাশনাল ইউনিভার্সিটি ট্রাস্টের সদস্য প্রফেসর ড. মো. মোজাম্মেল হক।

এতে মূল প্রতিপাদ্য নিয়ে আলোচনা করেন জেনেটিক ফার্মাসিউটিক্যালস লিমিটেড প্রধান নির্বাহী তাওহিদ ফেরদৌস, ইনসেপ্টা ফার্মাসিউটিক্যালস লিমিটেডের জেষ্ঠ্য কর্মকর্তা আলিমুজ্জামান, নিপ্রো জেএমআই ফার্মা লিমিটেডের মানব সম্পদ বিভাগের কর্মকর্তা ইউসুফ চৌধুরী ও ইনসেপ্টা ফার্মাসিউটিক্যালস লিমিটেডের কোয়ালিটি অ্যাসিউরেন্স বিভাগের জেষ্ঠ্য কর্মকর্তা মুহাম্মদ কামরুল হাসান।

অন্যদের মাঝে উপস্থিত ছিলেন, ফার্মেসি বিভাগের সহকারী অধ্যাপক মুহাম্মদ রাকিব আল-মামুন, সেন্টার ফর জেনারেল এডুকেশনের সহকারী অধ্যাপক মুহাম্মদ আবুল কালাম আজাদ, সহকারী অধ্যাপক মো. রেজাউল করিম, লেকচারার রিক্তা বানু, আবদুল্লাহ আল মাহমুদ প্রমুখ।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *