শনিবার, ২০ এপ্রিল ২০২৪, ১১:২১ পূর্বাহ্ন

মায়ারাজের আত্মকথন

বর্তমানকণ্ঠ ডটকম / ৪৮ পাঠক
শনিবার, ২০ এপ্রিল ২০২৪, ১১:২১ পূর্বাহ্ন

মায়ারাজ,বর্তমানকণ্ঠ ডটকম,সোমবার, ৪ ডিসেম্বর ২০১৭: আমাদের প্রাপ্তি কোথায়? কোথায় আমাদের গন্তব্য? কিছুই জানিনা। তবুও চলছে অনিশ্চিত পথে আমাদের প্রতিটি দিনের পথচলা। দূর থেকে ভূল আলেয়াকে আলো ভেবে জীবনের আলো হারিয়ে ফেলছি আমরা।
আমাদের অনেকেই জীবনের শেষ পর্যায়ে এসে বুঝতে শিখি জীবনের মানে কি?
ক্ষণস্থায়ী এই পৃথিবীতে আমাদের সব স্থায়ী ভাবনাগুলো কোনদিনও প্রতিষ্ঠা হবে না এটা জেনেও আমরা ব্যর্থ চেষ্টা করি। আচ্ছা কেউ যদি আমাকে জিজ্ঞেস করে জীবনের মানে কি ?আমি কি বলব জানেন?

জীবন হচ্ছে একটা অনিশ্চিত যাত্রা। যেখানে আমরা কেউই জানিনা আমরা কোথায় যাচ্ছি আর এটি সত্য আমাদের যাত্রাপথ পূর্বনির্ধারিত। পর্দার অন্তরালে থেকে অদৃশ্য নিয়ন্ত্রণে নিয়ন্ত্রিত হচ্ছে আমাদের প্রতিটি পদক্ষেপ।
তবে কেনইবা আমাদের এত হতাশার এত ক্লান্তি ?
যা হবার তাই তো হচ্ছে।
সমস্যাটা আমাদের দৃষ্টিভঙ্গিতে। আমরা মানতে পারিনা বাস্তবতাকে যা কিছু হচ্ছে সবই পূর্ব নির্ধারিত।

মাঝে মাঝে মনে হয়, সবই যদি পূর্ব নির্ধারিত হয়ে থাকে তবে আমরা ভুল কেন করি ? এ প্রশ্নটি প্রশ্ন রয়ে যায় । উত্তর পাই না । আমরা সবাই কোথায় যেন বাধা চাইলেও সেই শেকল ছিঁড়ে আমরা মুক্ত হতে পারি না।

তবে কি জীবনের আরেক মানে বন্দিত্ব। মুক্তি কোথায়? যদি জীবন সায়ান্নে মৃত্যুপথযাত্রী কোন এক মানুষকে জিজ্ঞেস করা হয় জীবনের মানে কি ?
তখন হয়তো সে আরেকটু বেঁচে থাকার আকুতি নিয়ে বলবে আমি বাঁচতে চাই।

তবে কি ধরে নিব বেঁচে থাকার এই আকুতির নামই জীবন?


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *