শুক্রবার, ১৯ এপ্রিল ২০২৪, ০৫:৪৪ পূর্বাহ্ন

যে পাঁচ দফা দাবীতে আন্দোলন করছে শিক্ষার্থীরা

বর্তমানকণ্ঠ ডটকম / ২৬ পাঠক
শুক্রবার, ১৯ এপ্রিল ২০২৪, ০৫:৪৪ পূর্বাহ্ন

নিউজ ডেস্ক,বর্তমানকণ্ঠ ডটক,সোমবার ০৯ এপ্রিল ২০১৮: সরকারি চাকরিতে কোটা সংস্কার দাবিতে সারাদেশের বিশ্ববিদ্যালয়গুলোতে আন্দোলন চলছে। ‘বাংলাদেশ সাধারণ ছাত্র অধিকার সংরক্ষণ পরিষদের’ ব্যানারে পরিচালিত হচ্ছে এ আন্দোলন।

কোটা পদ্ধতি সংস্কারের দাবিতে গত কয়েক বছর ধরে আন্দোলন করছেন শিক্ষার্থী ও চাকরি প্রার্থীরা। গত ফেব্রুয়ারি থেকে টানা আন্দোলন চললেও রোববার তা সহিংস রূপ নেয়। তবে গতকালের আন্দোলনের ঘটনায় পুলিশি হামলার প্রতিবাদে তা উত্তালরূপ ধারন করে।

যে ৫ দফা দাবীতে আন্দোলন হচ্ছে তা হলো :

সরকারি নিয়োগে কোটার পরিমাণ ৫৬ শতাংশ থেকে কমিয়ে ১০ শতাংশ করা, কোটার যোগ্য প্রার্থী না পেলে শূন্যপদে মেধায় নিয়োগ, কোটায় কোনো ধরনের বিশেষ নিয়োগ পরীক্ষা না নেওয়া, সরকারি চাকরির ক্ষেত্রে অভিন্ন বয়সসীমা, নিয়োগপরীক্ষায় একাধিকবার কোটার সুবিধা ব্যবহার।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *