শনিবার, ২০ এপ্রিল ২০২৪, ১২:৫১ পূর্বাহ্ন

‘রাজস্ব আসবে, ওয়েট অ্যান্ড সি’

বর্তমানকণ্ঠ ডটকম / ৩৯ পাঠক
শনিবার, ২০ এপ্রিল ২০২৪, ১২:৫১ পূর্বাহ্ন

নিউজ ডেস্ক,বর্তমানকণ্ঠ ডটকম,বুধবার, ১০ জানুয়ারী, ২০১৮: চলতি অর্থবছরের (২০১৭-১৮) প্রথম পাঁচ মাসে রাজস্ব আদায় আশানুরূপ হয়নি। জানালেন অর্থমন্ত্রী আবুল মাল আবদুল মুহিত।

বুধবার (১০ জানুয়ারি) সচিবালয়ে সরকারি ক্রয়-সংক্রান্ত মন্ত্রিসভা কমিটি ও অর্থনৈতিক বিষয় সংক্রান্ত মন্ত্রিসভা কমিটির বৈঠক শেষে সাংবাদিকদের প্রশ্নের জবাবে তিনি একথা বলেন।

অর্থমন্ত্রী বলেন, কালেকশন ভালো না। আশা করি আগামী দিনগুলোতে এ অবস্থার পরিবর্তন হবে।

রাজস্ব আসছে না কিভাবে আদায় করবেন- এমন প্রশ্নে অর্থমন্ত্রী বলেন, আসবে, ওয়েট অ্যান্ড সি। বিকজ আমার জাজমেন্ট হলো, পিপল আর উইলিং টু পে ট্যাক্সেস।

জুলাই থেকে নভেম্বর পর্যন্ত সরকারের রাজস্ব আদায়ের লক্ষ্যমাত্রা ছিল ৮৪ হাজার ৬৬ কোটি টাকা। কিন্তু আয়কর, মূল্য সংযোজন কর এবং শুল্ক- এ তিন খাত মিলিয়ে আয় ৭৫ হাজার ৩০৮ কোটি টাকা।

এ হিসাবে আলোচ্য সময়ে ঘাটতি ৮ হাজার ৭৫৮ কোটি টাকা। তবে গত বছরের তুলনায় রাজস্ব আদায় ১৭ দশমিক ৯২ শতাংশ বেড়েছে। একক খাত হিসাবে ৫ মাসে আমদানি ও রপ্তানি শুল্ক ও ভ্যাট খাতে লক্ষ্যমাত্রা ছিল ২৬ হাজার ৯৪ কোটি টাকা। কিন্তু আদায় হয়েছে ২৪ হাজার ৬০৮ কোটি টাকা। ঘাটতি ১ হাজার ৪৮৬ কোটি টাকা।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *