বুধবার, ২৪ এপ্রিল ২০২৪, ১২:১৭ অপরাহ্ন

লালপুরে খেলার মাঠ রক্ষার্থে শিক্ষার্থীদের মানববন্ধন

বর্তমানকণ্ঠ ডটকম / ৩৬ পাঠক
বুধবার, ২৪ এপ্রিল ২০২৪, ১২:১৭ অপরাহ্ন

অমর ডি কস্তা,বর্তমানকণ্ঠ ডটকম,বুধবার ২২ নভেম্বর ২০১৭: নাটোরের লালপুরের কদিমচিলান ইউনিয়নের হাজিরহাট উচ্চ বিদ্যালয়ের খেলার মাঠে নতুন ভবন নির্মাণ বন্ধের দাবিতে মানববন্ধন করেছে শিক্ষার্থী ও স্থানীয় জনতা। বুধবার সকালে বিদ্যালয় সংলগ্ন ভবানীপুর সড়কে এই মানববন্ধন করা হয়।
মানববন্ধনে বক্তব্য রাখেন, ইউনিয়ন ছাত্রলীগের সহ-সভাপতি মো. ফারুক হোসাইন, উপজেলা ছাত্রলীগের প্রচার সম্পাদক আবুল বাসার রনি, প্রাক্তন ছাত্র মো. জুবায়ের রহমান, বর্তমান শিক্ষার্থী কুলসুমা খাতুন, জুয়েল হোসেন প্রমূখ। এসময় বক্তারা বলেন, এই গ্রাম সহ আশে-পাশের ৫ টি গ্রামের শিশু-কিশোর, শিক্ষার্থী ও অন্যান্য যুবরা এই বিদ্যালয়ের খেলার মাঠে নিয়মিত খেলা করে। মাঠ বন্ধ করে ভবন নির্মাণ করা হলে খেলাধূলা করার আর কোন জায়গা থাকবে না। এর ফলে শারিরীক ও মানসিক গঠন বাঁধাগ্রস্থ হবে। বক্তারা পাশেই সাত শতাংশ জমি ক্রয় করে ভবন নির্মাণ করে খেলার মাঠকে রক্ষা করার জোর দাবি জানান।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *