শুক্রবার, ১৯ এপ্রিল ২০২৪, ০৪:২৭ পূর্বাহ্ন

শিক্ষা ও পরিবেশ খাতে কাজ করবে মিরসরাই ইয়ুথ ফোরাম

বর্তমানকণ্ঠ ডটকম / ৪০ পাঠক
শুক্রবার, ১৯ এপ্রিল ২০২৪, ০৪:২৭ পূর্বাহ্ন

নিউজ ডেস্ক,বর্তমানকণ্ঠ ডটকম,রবিবার, ১৯ নভেম্বর ২০১৭: সংযুক্ত আরব আমিরাতে বসবাসরত চট্টগ্রামের মিরসরাই প্রবাসীদের একমাত্র অরাজনৈতিক সংগঠন মিরসরাই ইয়ুথ ফোরাম। শুক্রবার আমিরাতের শারজায় একটি হোটেলে ‘উন্নয়ন ভাবনায় মিরসরাই’ শীর্ষক আলোচনা সভার আয়োজন করে সংগঠনটি।
এ সংগঠনের মধ্যেমে দেশে আঞ্চলিক উন্নয়নের লক্ষ্যে শিক্ষা ও পরিবেশ খাতে কাজ করার অঙ্গীকার ব্যক্ত করেছেন প্রতিষ্ঠাতা সাংবাদিক কামরুল হাসান জনি।
তিনি বলেন, আঞ্চলিক উন্নয়নে প্রবাসীদের এগিয়ে আশা এখন সময়ের দাবি। সময় এখন পরিবর্তনের। বহির্বিশ্বে বসবাসরত প্রবাসীরা চাইলে দ্রুত নিজ নিজ অঞ্চলের উন্নয়ন সাধনে অবদান রাখতে পারে। তবে তার জন্যে প্রয়োজন ঐক্যবদ্ধ অবস্থান। মিরসরাই ইয়ুথ ফোরাম সেই লক্ষ্যেই কাজ করে যাবে।
মিরসরাই ইয়ুথ ফোরামের প্রতিষ্ঠাতা আরও বলেন, সোশ্যাল মিডিয়ায় নিজেদের জাহির করা কর্মকাণ্ডে সময় ব্যয় না করে, একেকজন সংগঠককে কাজ করতে হবে দীর্ঘ মেয়াদী উন্নয়ন-পরিকল্পনা নিয়ে। এতে করে সমাজ তথা রাষ্ট্র উপকৃত হবে।
সংগঠনের সভাপতি আরশাদ নুরের সঞ্চালনায় এসময় অন্যান্যের মাঝে বক্তব্য রাখেন সিনিয়র সহ সভাপতি মেজবা ভূঁইয়া, সহ-সভাপতি লিটন খান, সাধারণ সম্পাদক আবদুল হালিম, অর্থ সম্পাদক জাহাঙ্গীর আলম শামীম, জাহেদ , নুরুল ইসলাম, আরিফ হোসেন, মিজান, শাহাদাত, দিদার, সুমন, রাসেল , হুমায়ুন, ফজলুল প্রমুখ।
এসময় দুবাই, আবুধাবী, শারজা, আজমান, ফুজাইরা ও রাস আল খাইমা থেকে আগত মিরসরাই প্রবাসীরা উপস্থিত ছিলেন।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *