শনিবার, ২০ এপ্রিল ২০২৪, ০২:১৮ পূর্বাহ্ন

শুরুতেই ব্যাটিং বিপর্যয়ে বাংলাদেশ

বর্তমানকণ্ঠ ডটকম / ৩০ পাঠক
শনিবার, ২০ এপ্রিল ২০২৪, ০২:১৮ পূর্বাহ্ন

নিউজ ডেস্ক,বর্তমানকণ্ঠ ডটকম, বৃহস্পতিবার, ২৫ জানুয়ারী ২০১৮: আনুষ্ঠানিক ম্যাচের শুরুতেই ব্যাটিং বিপর্যয়ে পড়েছে বাংলাদেশ। দলীয় ২১ রানেই নেই ৩ উইকেট। ফিরে গেছেন এনামুল হক বিজয়, সাকিব আল হাসান ও তামিম ইকবাল। লিগ পর্বের শেষ ম্যাচে টসে জিতে ব্যাটিং করছে বাংলাদেশ।

প্রথম ম্যাচে মোটামুটি ভালো করলেও পরপর দুই ম্যাচে হতাশ করেন দীর্ঘ দিন দলের বাইরে থাকা এনামুল হক বিজয়। যথারীতি নিজের চতুর্থ ম্যাচেও হতাশ করলেন তিনি। প্যাভিলিয়নে ফিরলেন দলীয় ৫ রানের মাথায়। লাকমালের শিকার হয়ে এদিন তিনি ফেরেন শূন্য রানেই।

এর ২ ওভার পরেই অনাকাঙ্খিত রান আউটের শিকার হন সিরিজের প্রথম দুই ম্যাচের ‘ম্যান অব দ্যা ম্যাচ’ সাকিব আল হাসান। ফেরার আগে করেন ৮ বলে ৮ রান। সাকিবের ফেরার ওভারেই বন্ধুর মতো প্যাভিলিয়নের পথ ধরেন সিরিজের টানা তিন হাফসেঞ্চুরিয়ান ওপেনার তামিম ইকবাল। ফেরার আগে তার সংগ্রহ ১৪ বলে ৫ রান।

এ রিপোর্ট লেখা পর্যন্ত বাংলাদেশের সংগ্রহ ৬ ওভারে ৩ ইউকেট হারিয়ে ২৩ রান। ক্রিজে আছেন মুশফিকুর রহীম ৩ বলে ২ রান এবং মাহমুদুল্লাহ ৭ বলে ১ রান নিয়ে।

মিরপুর শের-ই-বাংলা জাতীয় স্টেডিয়ামে ম্যাচটি শুরু হয়েছে বৃহস্পতিবার (২৫ জানুয়ারি) দুপুর ১২টায়। এর আগে বেলা সাড়ে ১১টায় টসে জিতে ব্যাটিংয়ের কথা জানান টাইগার ক্যাপ্টেন মাশরাফি বিন মুর্তজা। ম্যাচে টাইগারদের একটি পরিবর্তন আনা হয়েছে। সানজামুল ইসলামের জায়গায় পেস অলরাউন্ডার আবুল হাসান রাজুকে একাদশে নেওয়া হয়েছে।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *