শুক্রবার, ১৯ এপ্রিল ২০২৪, ০৯:২২ পূর্বাহ্ন

‘শেখ হাসিনার অধীনেই ১৯ সালের নির্বাচন’

বর্তমানকণ্ঠ ডটকম / ৬৩ পাঠক
শুক্রবার, ১৯ এপ্রিল ২০২৪, ০৯:২২ পূর্বাহ্ন

ব্রাহ্মণবাড়িয়া,বর্তমানকণ্ঠ ডটকম,শুক্রবার,২৪ নভেম্বর ২০১৭: সংবিধান অনুযায়ী শেখ হাসিনার অধীনেই ২০১৯ সালের সংসদ নির্বাচন হবে বলে জানিয়েছেন আইনমন্ত্রী আনিসুল হক। তিনি বলেছেন, ‘স্বাধীন নির্বাচন কমিশনই ওই নির্বাচন সম্পন্ন করবে।’

শুক্রবার (২৪ নভেম্বর) ব্রাহ্মণবাড়িয়ার কসবা উপজেলার মেহারী ইউনিয়ন আওয়ামী লীগের ত্রি-বার্ষিক সম্মেলনে প্রধান অতিথির বক্তব্যে তিনি এ কথা বলেন।

আইনমন্ত্রী বলেন, ‘সংবিধান পরিবর্তন করার প্রশ্নই উঠেনা। এতিমের টাকা আত্মসাৎ করায় মামলা হয়েছে। বিশ্ববাসী আজ জেনে গেছে খালেদা জিয়ার পরিবার একটি দুর্নীতিগ্রস্ত পরিবার।’

তিনি ব্যারিস্টার মওদুদ সম্পর্কে বলেন, ‘১৯৭৫ সালে তিনি জিয়াউর রহমানের দলে যান। জিয়াকে ডুবিয়ে পরে এরশাদের দলে যোগ দেন। এরশাদ যখন ডুবলেন তখন আবার খালেদা জিয়ার দলে গেলেন এবং তাকেও ডুবালেন। এই হলো তার চরিত্র। তিনি বিধবা মহিলার বাড়ি আত্মসাৎ করেছিলেন। আইন তাকে বাড়ি থেকে বের করে দিয়েছে।’

মন্ত্রী বলেন, ‘আগামী নির্বাচনে বঙ্গবন্ধুর দল শেখ হাসিনার নেতৃত্বে আবারো জনগণের ম্যান্ডেট নিয়ে সরকার গঠন করবে। ২০২১ সালে বাংলাদেশ হবে মধ্যম আয়ের দেশ আর ২০৪১ সালে হবে বিশ্বের একটি উন্নত দেশ।’


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *