বৃহস্পতিবার, ২৫ এপ্রিল ২০২৪, ০৮:০৩ পূর্বাহ্ন

সহজ শর্তে ঋণের দাবিতে গাইবান্ধা জেলা ক্ষুদ্র ব্যবসায়ী সমিতির মানববন্ধন

বর্তমানকণ্ঠ ডটকম / ৮১ পাঠক
বৃহস্পতিবার, ২৫ এপ্রিল ২০২৪, ০৮:০৩ পূর্বাহ্ন

সিরাজুল ইসলাম রতন, বর্তমানকন্ঠ ডটকম, গাইবান্ধা : করোনা মহামারীর সময়ে ক্ষতিগ্রস্তক্ষুদ্র ব্যবসায়ীদের ব্যাংক থেকে সহজ শর্তে ঋণের দাবিতে ১৫ জুন সোমবার গাইবান্ধা জেলার ক্ষুদ্র ব্যবসায়ীরা শহরের আসাদুজ্জামান মার্কেটের সামনে এক মানববন্ধনের কর্মসূচী পালন করে। মানববন্ধন চলাকালে বক্তব্য রাখেন বাংলাদেশ ওয়ার্কার্স পার্টির পলিটব্যুরোর সদস্য আমিনুল ইসলাম গোলাপ, জেলা ওয়ার্কার্স পার্টির সাধারণ সম্পাদক মন্ডলীর সদস্য মাসুদুর রহমান মাসুদ, যুবমৈত্রীর জেলা নেতা মাহবুবর রহমান সুমন, ক্ষুদ্র ব্যবসায়ী নেতা মমিনুল ইসলাম, মিলন মিয়া, হিরু মিয়া, খোকন চৌধুরী, নুরন্নবী, শরিফুল ইসলাম প্রমুখ।

বক্তারা বলেন, এই মহামারীর সময়ে সারাদেশ লকডাউনে পড়ে ক্ষুদ্র ব্যবসায়ীরা তাদের সমস্ত পূঁজি শেষ হয়েছে। পুঁজি না থাকার কারণে তাদের নতুনভাবে ব্যবসা দার করানো কঠিন হয়ে পড়েছে। কোন জামানত বা শর্ত নয় শুধু ট্রেড লাইসেন্সের উপর ভিত্তি করে তাদের ঋণের ব্যবস্থা করে নতুনভাবে জীবন শুরু করার ব্যবস্থা করার দাবি জানান। বর্তমান সময়ে তারা খুবই মানবেতর জীবনযাপন করছে, তাই তাদের বাঁচাতে হবে।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *