বুধবার, ২৪ এপ্রিল ২০২৪, ০৩:৩৮ অপরাহ্ন

সাদুল্যাপুরে পৃথক দুটি ভয়াবহ অগ্নিকান্ডে ১৭টি ঘর পুরে ভস্মীভূত! খোলা আকাশের নিচে বসবাস!

বর্তমানকণ্ঠ ডটকম / ৩৬ পাঠক
বুধবার, ২৪ এপ্রিল ২০২৪, ০৩:৩৮ অপরাহ্ন

সিরাজুল ইসলাম রতন, বর্তমানকন্ঠ ডটকম, গাইবান্ধা : গাইবান্ধার সাদুল্লাপুরে ভয়াবহ অগ্নিকান্ডে পুড়ে গেছে ১৭টি ঘর। অগ্নিকান্ডের ফলে সর্বস্ব হারিয়ে অসহায় পরিবারগুলো হতবাক ও নিঃস্ব হয়ে পড়েছে। ১৮ মে রাতে একটু সময়ের ব্যবধানে গাইবান্ধার সাদুল্লাপুর উপজেলার বনগ্রাম ইউনিয়নের সাদুল্লাপুর পশ্চিম পাড়ায় ৩ টি ঘর, ভাতগ্রাম ইউনিয়নের তরপাল গ্রামে ১৪ টি ঘরসহ ৭টি খড়ের ঢিপি ভয়াবহ আগুনে পুড়ে গেছে। তথ্যানুসন্ধানে জানা যায়- সাদুল্যাপুরের পশ্চিম পাড়া মার্কাস জামে মসজিদের পাশে দিনমজুর ছাইদার মিয়ার বাড়িতে মঙ্গলবার দিবাগত রাত ১১টায় ভয়াবহ আগ্নিকান্ডের ঘটনা ঘটে। এসময় তিনটি ঘর, আসবাবপত্র ও ছাগল সহ সবকিছু পুড়ে যায়। এতে প্রায় দেড় লক্ষাধিক টাকার ক্ষতি সাধন হয়েছে। শর্ট সার্কিট থেকে আগুনের সুত্রপাত হতে পারে বলে প্রাথমিক ভাবে ধারনা করা হচ্ছে।

অপরদিকে একই রাতে ভাতগ্রাম ইউনিয়নে তরপাল গ্রামের মৃত ইসমাঈল হকের ছেলে ফারুক মিয়া, আশাদুল হক জলে, মাজেম মিয়া তার স্ত্রী অমিছা বেওয়া সকলের ৭টি খড়ের ঢিপি, ১৪ টি থাকার ঘর ও আসবাবপত্র পুড়ে ভস্মীভূত হয়। এতে পরিবার পরিজন নিয়ে তারা খোলা আকাশের নিচে অবস্থান করছেন। আগুন লাগার কারন হিসেবে জানা যায় কে বা কাহারা শত্রুতা বশত মধ্য রাতে খরের ডিপিতে আগুন লাগিয়ে দেয়। এতে ওই পরিবারের প্রায় ৪ লক্ষাধিক টাকার ক্ষতি সাধন হয়েছে। ভাতগ্রাম ইউনিয়নের চেয়ারম্যান এটিএম রেজাওনুল ইসলাম বাবু বলেন- বিষয়টি নিশ্চিত করেছেন।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *