বৃহস্পতিবার, ২৫ এপ্রিল ২০২৪, ০২:৪৬ অপরাহ্ন

সুদহার এক অঙ্কে নামবে: অর্থমন্ত্রী

বর্তমানকণ্ঠ ডটকম / ৪৩ পাঠক
বৃহস্পতিবার, ২৫ এপ্রিল ২০২৪, ০২:৪৬ অপরাহ্ন

নিউজ ডেস্ক,বর্তমানকণ্ঠ ডটকম, রবিবার, ০১ এপ্রিল ২০১৮: আগামী এক মাসের মধ্যে ব্যাংকাররা সুদহার দুই অঙ্ক থেকে এক অঙ্কে নামিয়ে আনবেন বলে জানিয়েছেন অর্থমন্ত্রী আবুল মাল আবদুল মুহিত।

রবিবার (১ এপ্রিল) রাজধানীর হোটেল সোনারগাঁওয়ে জনতা ব্যাংকের এজিএম অনুষ্ঠানে তিনি এ কথা বলেন।

অর্থমন্ত্রী বলেন, সুদহার এক অঙ্কে পৌঁছে যাবে। সেদিকে নজর দেয়া দরকার।

মুহিত বলেন, আমরা এ বছর দেখলাম হঠাৎ ব্যাংকগুলোর সুদের হার বাড়তে লাগলো। এই সুদের হার বাড়ার কোনো যৌক্তিকতা নেই। কারণ কোথাও লিকুইডিটির কোনো সমস্যা নেই। অনেকে বলেছেন, তাদের হাতে লিকুইডিটি রয়েছে, পয়সা রয়েছে তারা সেটা ব্যবহার করে না।

অর্থমন্ত্রী বলেন, এ বছর নির্বাচনের বছর। এ বছর অর্থনীতির স্থিতিশীলতা বিঘ্নিত হওয়ার কোনো সুযোগ নেই।

তিনি বলেন, নির্বাচনের বছরে অর্থনীতি স্বাভাবিকভাবে তত ভালো কাজ করে না। তবু আমি আশা করছি, গেলো বছরের চেয়ে এবছর প্রবৃদ্ধির হার বৃদ্ধি পাবে। আমি মনে প্রাণে বিশ্বাস করি, নির্বাচনী বছরে অন্য রকম পরিস্থিতি হওয়ার সুযোগ নেই।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *