বৃহস্পতিবার, ২৫ এপ্রিল ২০২৪, ০৭:০১ অপরাহ্ন

সুন্দরবনে আঘাত হেনেছে বুলবুল

বর্তমানকণ্ঠ ডটকম / ৩৭ পাঠক
বৃহস্পতিবার, ২৫ এপ্রিল ২০২৪, ০৭:০১ অপরাহ্ন

বাংলাদেশের সুন্দরবনসহ উপকূল অতিক্রম করছে প্রবল ঘূর্ণিঝড় বুলবুল। মধ্যরাত নাগাদ এটি অতিক্রম সম্পন্ন করবে। ধীরে ধীরে গতিবেগ কমছে বুলবুলের। এরপর উত্তর-পূর্ব দিকে অগ্রসর হবে। এ সময় ৬ থেকে ৭ ফিট উচ্চতায়
জলোচ্ছ্বাস হতে পারে। এটি এখন প্রবল ঘূর্ণিঝড় হিসেবে বয়ে যাচ্ছে।

শনিবার রাতে আবহাওয়া অধিদফতরের উপ-পরিচালক আয়েশা খাতুন এক সংবাদ সম্মেলন এ তথ্য জানান।

এদিকে ভোলার লালমোহন ও চরফ্যাশন উপজেলায় দমকা বাতাসে সাতটি বাড়ি বিধ্বস্ত হয়েছে। এতে আহত হয়েছেন কমপক্ষে আটজন।

এদের মধ্যে তিনজনের পরিচয় জানা গেছে। এরা হলেন—লালমোহন উপজেলার পশ্চিম চরউমেদ ৭ নম্বর ওয়ার্ডের আব্দুর রশিদ মাল, তার ছেলে ইমরান ও তিশান।

শনিবার (৯ নভেম্বর) রাতে লালমোহনের পশ্চিম চরউমেদ ও চরফ্যাশনের ওসমানগঞ্জ ইউনিয়নে এই ঘটনা ঘটে।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *