শনিবার, ২০ এপ্রিল ২০২৪, ০৯:৫৮ অপরাহ্ন

স্পেনের সর্বোচ্চ বেসামরিক সম্মাননা পেলেন নসরুল হামিদ

বর্তমানকণ্ঠ ডটকম / ৪৬ পাঠক
শনিবার, ২০ এপ্রিল ২০২৪, ০৯:৫৮ অপরাহ্ন

নিউজ ডেস্ক,বর্তমানকণ্ঠ ডটকম, রবিবার, ১৮ ফেব্রুয়ারী ২০১৮:  স্পেনের সর্বোচ্চ বেসামরিক সম্মাননা পদক ‘কমিটমেন্ট টু দ্যা নাম্বার অব দ্যা সিভিল মেরিট অর্ডার’ পেয়েছেন বিদ্যুৎ, জ্বালানি ও খনিজ সম্পদ প্রতিমন্ত্রী নসরুল হামিদ বিপু। শনিবার এক অনাড়ম্বর অনুষ্ঠানের মধ্য বিদ্যুৎ প্রতিমন্ত্রীর হাতে পুরস্কার তুল দেন বাংলাদেশে নিযুক্ত স্পেনের রাষ্ট্রদূত আলভারো ডি সালাস।

স্পেন ও বাংলাদেশের মধ্যে দ্বিপাক্ষিক সম্পর্ক উন্নয়নে অভূতপূর্ব অবদান রাখার জন্য স্পেনের রাজা ষষ্ঠ ফিলিপ বিদ্যুৎ প্রতিমন্ত্রীকে এ পদক প্রদান করেন। পদক প্রদান অনুষ্ঠানে রাষ্ট্রদূত বলেন, এর মাধ্যমে দু’দেশের সম্পর্ক আরো বন্ধুত্বপূর্ণ হবে এবং এর মাধ্যমে স্পেন গৌরবান্বিত বোধ করছে।ব্যবসা বাণিজ্যের বাইরে স্পেন জাতিসংঘে বাংলাদেশকে বিভিন্ন সময় বিভিন্ন ইস্যুতে সমর্থন জানানোর জন্য বিদ্যুৎ প্রতিমন্ত্রী স্পেনের রাজা ও জনগণকে ধন্যবাদ জানান। তিনি বলেন, বৈশ্বিক উষ্ণতা বৃদ্ধি, মাইগ্রেশন, শরণার্থী সমস্যা, জঙ্গিবাদ ও বিশ^শান্তি স্থাপনে বাংলাদেশ ও স্পেন একই অভিমত ধারণ করে।

পদক প্রদানের জন্য স্পেনের রাজাকে ধন্যবাদ জানিয়ে তিনি আরো বলেন, বিদ্যুৎ ও জ্বালানি খাতে স্পেনের সরকারি-বেসরকারি প্রতিষ্ঠানগুলোর আরো কাজ করার সুযোগ আছে।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *