বৃহস্পতিবার, ১৮ এপ্রিল ২০২৪, ০৭:৩৪ অপরাহ্ন

হুয়াওয়ে নেভিগেশন সার্ভিস ‘হিয়ার উই গো’

বর্তমানকণ্ঠ ডটকম / ৫৫ পাঠক
বৃহস্পতিবার, ১৮ এপ্রিল ২০২৪, ০৭:৩৪ অপরাহ্ন

বর্তমানকন্ঠ ডটকম : বিশ্বের শীর্ষস্থানীয় প্রযুক্তি প্রতিষ্ঠান হুয়াওয়ে নেভিগেশন সার্ভিসকে আরো সহজ করতে গ্রাহকদের জন্য গুগল ম্যাপসের বিকল্প ম্যাপিং সেবা নিয়ে এসেছে। ‘হিয়ার উই গো‘ নামের জনপ্রিয় এই নেভিগেশন অ্যাপটি এখন হুয়াওয়ে অ্যাপ গ্যালারি থেকে ডাউনলোড করা যাচ্ছে।

অ্যাপটিতে ম্যাপিং সহায়ক দারুণ কিছু ফিচার ব্যবহার করা হয়েছে। নেভিগেশন সহজ করতে এতে ভয়েস সেবা যুক্ত করা হয়েছে। এছাড়া ১৩০০ এর বেশি শহরের গণপরিবহন সেবার যাবতীয় প্রয়োজনীয় তথ্য রয়েছে। ‘হিয়ার উই গো’ অ্যাপে লাইভ ট্র্যাফিক আপডেট, ট্যাক্সি বুকিং, গণপরিবহন তথ্য, টার্ন বাই টার্ন নেভিগেশনসহ মৌলিক ম্যাপিং অ্যাপের যাবতীয় সুবিধা পাওয়া যাবে। অ্যাপটি ডাউনলোড করা যাবে https://bit.ly/2KIBMbr লিংক থেকে।

যুক্তরাষ্ট্রের অর্থ-বাণিজ্য বিষয়ক সংবাদমাধ্যম ফোর্বসের একটি প্রতিবেদনে এ সংক্রান্ত তথ্য জানানো হয়। প্রতিবেদনটিতে বলা হয়, ‘হিয়ার উই গো’ নামের অ্যাপটিতে যাতে উন্নতমানের নেভিগেশন সেবা নিশ্চিত হয় সেভাবেই ডিজাইন করা হয়েছে। বিশেষ করে রাইডিং সম্পর্কিত উন্নত সেবাও এতে যুক্ত রয়েছে। এছাড়া অফলাইনেও এ ম্যাপটির সংস্করণ ব্যবহার করা যাবে।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *