এ কে আজাদ, ব্যুরো প্রধান, বর্তমানকন্ঠ ডটকম, চাঁদপুর : করোনা ভাইরাস প্রতিরোধকালীন সময়ে সরকারি নির্দেশনা অমান্য করে অযথা ঘুরাঘুরি করায় ৫ ব্যাক্তিকে ৩ হাজার টাকা অর্থদন্ড দিয়েছে ভ্রাম্যমান আদালত।
বুধবার (৮ এপ্রিল) সকাল ১১টার দিকে শহরের মিশন রোড মোড়ে ভ্রাম্যমান আদালত পরিচালনা করেন জেলা প্রশাসক কার্যালয়ের নির্বাহী ম্যাজিস্ট্রেট মো. ছামিউল ইসলাম।
এছাড়াও মিশন রোড, স্টেডিয়াম রোড, বঙ্গবন্ধু সড়ক ও নিউ ট্রাকরোড এলাকায় সেনাবহিনীর সদস্যরা মাইকিং করে সাধারণ মানুষকে ঘর থেকে বাহির না হওয়া এবং প্রয়োজনে মাস্ক পরে বের হওয়ার জন্য বলেন। একই সময় মিশন রোডের মাথায় ঔষধের ফার্মেসীগুলোর সামনে সেনাবহিনীর সদস্যরা সামাজিক দূরত্ব বজায় রাখার জন্য বক্স এঁকে দেন। মিশন রোড মোড়ের ৪ দিক থেকে আসা যানবহনে জীবানুনাশক স্প্রে করেন সেনাবাহিনীর সদস্যরা।
ভ্রাম্যমান আদালতে সহযোগিতা করেন সেনা বাহিনীর লেফটেন্যান্ট আল জাকারিয়া জন, চাঁদপুর মডেল থানার এসআই সুমন মিয়া, এসআই আক্কাসসহ সেনা ও পুলিশ সদস্যবৃন্দ।