রবিবার, ০৬ অক্টোবর ২০২৪, ০৬:৫১ পূর্বাহ্ন

অধিনায়ক হিসেবে মাশরাফির শেষ সিরিজ!

বর্তমানকণ্ঠ ডটকম / ১০ পাঠক
বুধবার, ১৯ ফেব্রুয়ারি, ২০২০

ডেস্ক রিপোর্ট:
টেস্ট খেলছেন না ২০০৯ সাল থেকেই। টি-টোয়েন্টি থেকে অবসরে গেছেন কিছুদিন হলো। এখন শুধুমাত্র ওয়ানডে ফরমেটটাতেই মাঠে দেখা যায় মাশরাফি বিন মর্তুজাকে। হয়ত আর বেশিদিন দেখা যাবে না তাকে। জিম্বাবুয়ের বিপক্ষেই ক্যারিয়ারের শেষ সিরিজ খেলতে নামবেন তিনি।

যদিও বিশ্বকাপের পর থেকে তাকে মাঠে দেখা যায়নি। ঘরের মাঠে জিম্বাবুয়ের বিপক্ষে ওয়ানডে সিরিজের আগে তাই আবারও নতুন করে আলোচনায় নড়াইল এক্সপ্রেস। তিনি কি এই সিরিজে খেলবেন নাকি ক্যারিয়ারটার সমাপ্তি হবে মাঠের বাইরে থেকেই?

আসন্ন এই সফরে তিন ম্যাচের ওয়ানডে সিরিজে বাংলাদেশ দলকে নেতৃত্ব দেবেন মাশরাফি বিন মর্তুজা। অধিনায়ক হিসেবে এটাই তার শেষ সিরিজ। এরপর নতুন অধিনায়কের নাম ঘোষণা করবে বাংলাদেশ ক্রিকেট বোর্ড (বিসিবি)।

এমনটাই জানিয়েছেন বিসিবি সভাপতি নাজমুল হাসান পাপন। শুধু তাই নয় তিনি আরও জানান এই সিরিজের পর থেকে ফিটনেস পাস করে তারপরই একাদশে আসতে হবে মাশরাফিকে।

বুধবার (১৯ ফেব্রুয়ারি) মিরপুর শের-ই-বাংলা জাতীয় ক্রিকেট স্টেডিয়ামে সাংবাদিকদের সঙ্গে আলাপ কালে এ কথা জানান পাপন।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই পাতার আওর সংবাদ