নিউজ ডেস্ক,বর্তমানকণ্ঠ ডটকম,সোমবার,২৫ ডিসেম্বর ২০১৭: বিভিন্ন দেশ থেকে আসা লাখ লাখ অভিবাসীর দুর্দশাকে উপেক্ষা না করার আহ্বান জানিয়েছেন ক্যাথলিক সম্প্রদায়ের প্রধান ধর্মগুরু পোপ ফ্রান্সিস।
খ্রিস্টানদের সবচেয়ে বড় ধর্মীয় উৎসব বড়দিন উপলক্ষে ভ্যাটিকান সিটিতে চার্চে প্রার্থনায় তিনি এসব কথা বলেন।
পোপ ফ্রান্সিস বলেন, যেসব মানুষকে তাদের দেশ ও ঘরবাড়ি থেকে উৎখাত করা হয়েছে, যারা উন্নত জীবনের আশায় এক স্থান থেকে অন্য স্থানে পাড়ি জমিয়েছেন, তাদের আমরা উপেক্ষা করতে পারি না।
লাখো-কোটি এমন শরণার্থী বা অভিবাসীর অধিকার বিষয়েও কথা বলেন পোপ। তাদের তিনি মেরি ও জোসেফের সঙ্গে তুলনা করেন। একই সঙ্গে মেরি ও জোসেফ কীভাবে নাজারেথ থেকে বেথেলহাম পৌঁছান এবং কোনো আশ্রয় পাননি, বাইবেল থেকে সেই ইতিহাস তুলে ধরেন তিনি।
আশ্রয়প্রার্থীদের সর্বত্র স্বাগত জানানোর বিষয়ে গুরুত্বারোপ করেন ৮১ বছর বয়সী আর্জেন্টাইন এই ধর্মগুরু।