বুধবার, ০৬ নভেম্বর ২০২৪, ১২:৩৯ পূর্বাহ্ন

অসহায় মানুষের মাঝে ড্রিম এইড ফাউন্ডেশনের ত্রাণ বিতরণ

বর্তমানকণ্ঠ ডটকম / ১০ পাঠক
সোমবার, ১৩ এপ্রিল, ২০২০

নিজস্ব প্রতিনিধি, বর্তমানকন্ঠ ডটকম : শরীয়তপুর জেলায় টানা ১৩ তম দিনে করোনা ভাইরাসের সংক্রমণ থেকে রক্ষা করতে অসহায় মানুষের মাঝে ত্রাণ বিতরণ করা হয়। ১২ এপ্রিল রোববার ত্রান বিতরণ করেন, ড্রিম এইড ফাউন্ডেশনের ঢাকা কলেজের সভাপতি মোঃ বিপ্লব হোসেন।

১২ তম দিনেও ড্রিম এইড ফাউন্ডেশনের পরিবার এর পক্ষ থেকে ত্রাণ বিতরণ কার্যক্রম অব্যাহত ছিল। খুলনা, শরনখোলা উপজেলা সেচ্ছাসেবীরা কমিটির উদ্যোগে অসহায় মানুষের মাঝে ত্রান বিতরণ করে। এই সময় শরনখোলা উপজেলা সেচ্ছাসেবী কমিটির সাধারণ সম্পাদক মাসুম বিল্লাহ বলেন, ড্রিম এইড ফাউন্ডেশনের পরিবার বাংলাদেশের ঢাকাসহ বিভিন্ন জেলা উপজেলা সেচ্ছাসেবীদের মাধ্যমে আমাদের কেন্দ্রীয় কমিটির সহযোগিতায় অসহায় মানুষের মাঝে সাবান, মাস্ক, হ্যান্ড স্যালিটাইজার সহ শুকনা খাবার বিতরণ করা হয়।

কর্মকর্তারা জানান সংগঠন এর কার্যক্রম অব্যাহত থাকবে ইনশাআল্লাহ। এই সময় উপস্থিত ছিলেন ড্রিম এইড ফাউন্ডেশনের শ্রী অসীম কুমার দাস, মো. আবু হানিফ, তাইজুল ইসলাম মিরাজ, শরীফ খাইরুল ইসলাম, কামরুল ইসলাম লোকমান, ফরিদুল ইসলাম, শামীম হাসান, শাহিন হাওলাদার, সাইফুল ইসলাম সাব্বির, মিরাজ আকন্দ প্রমুখ।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই পাতার আওর সংবাদ