বৃহস্পতিবার, ১৯ সেপ্টেম্বর ২০২৪, ১১:০১ পূর্বাহ্ন

অস্ট্রেলিয়ার বিপক্ষে ওয়ানডে ও টি-টোয়েন্টি সিরিজ খেলবে বাংলাদেশ!

বর্তমানকণ্ঠ ডটকম / ৭ পাঠক
বৃহস্পতিবার, ২২ মার্চ, ২০১৮

ক্রিড়া ডেস্ক,বর্তমানকণ্ঠ ডটকম,২২ মার্চ ২০১৮:
কয়েকদিন আগেই শ্রীলঙ্কার মাটিতে নিদাহাস ট্রফি শেষ করেছে বাংলাদেশ। সামনে কোনো আন্তর্জাতিক ব্যস্ততা নেই বাংলাদেশের। তবে আগামী আগামী আগস্টে অস্ট্রেলিয়া সফরে যাওয়ার কথা টাইগারদের। আর সেখানে টাইগারদের দুই ম্যাচের টেস্ট সিরিজ খেলার কথা থাকলেও সেই সিরিজ রূপ নিতে পারে ওয়ানডে ও টি-টোয়েন্টি সিরিজে।

এ প্রসঙ্গে বিসিবি সূত্র থেকে জানা যায়, টেস্ট সিরিজ নিয়ে ক্রিকেট অস্ট্রেলিয়ার (সিএ) আগ্রহ কম। কারণ দু’টি টেস্ট খেলতে ১০ দিন সময় লাগে। আর এই ১০ দিনের টেস্টের বদলে নাকি পাঁচটি ওয়ানডে ও দুই ম্যাচের টি-২০ সিরিজ খেলার প্রস্তাব দিয়েছে বাংলাদেশ ক্রিকেট বোর্ড (বিসিবি)। তবে এখনো আনুষ্ঠানিকভাবে এখনো কোনো কিছু প্রকাশ করেনি দেশের ক্রিকেটের সর্বোচ্চ নিয়ন্ত্রক সংস্থা।

উল্লেখ্য, সদ্যই শেষ হওয়া নিদাহাস ট্রফির পর আগামী জুনে ভারতের দেহরাদুনে আফগানিস্তানের বিপক্ষে তিন ম্যাচের ওয়ানডে সিরিজ খেলতে পারে টাইগাররা। আর এই সিরিজ খেলার ব্যাপারে আফগানিস্তান ক্রিকেট বোর্ড (এসিবি) বিসিবিকে প্রস্তাব দিয়েছে। কিন্তু এ সিরিজটি এখনও চূড়ান্ত হয়নি।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই পাতার আওর সংবাদ